Recruitment Scam: ‘আমি এমনি লোক’, CBI-এর হানার পর বললেন ‘রহস্যজনক’ ব্যক্তি
Recruitment Scam: তবে গোয়েন্দারা বেরিয়ে যাওয়ার পরই রহস্যময় ওই ব্যক্তিকে দেখা গেল কৌশিক মাজির বাড়ি থেকে বের হতে। তবে তিনিই কৌশিক কি না, নাকি পরিবারের লোক তার সদুত্তর মেলেনি। কারণ তদন্ত চলাকালীন সিবিআই আধিকারিকরা বাইরের কাউকে ভিতরে প্রবেশ করতে দেবেন না।
কলকাতা: সকাল থেকেই সিবিআই তল্লাশি চলছিল ‘এস বসু রায় অ্যান্ড কোম্পানি-তে’। সংস্থার মালিক কৌশিক মাজির হাওড়ার ফ্ল্যাটে অভিযান চালান গোয়েন্দারা। বিকেল নাগাদ সিবিআই যখন বেরচ্ছিল সেই কৌশিকবাবুর ঘর থেকে বের হলেন একজন রহস্যময় ব্যক্তি? কে তিনি? সাংবাদিকদের প্রশ্নে উত্তর দিলেন না। শুধু বললেন, “আমি এমনই লোক”
বস্তুত, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ওএমআর শিট দেখে নম্বর দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল ‘এস বসু রায় অ্যান্ড কোম্পানি’ নামের একটি সংস্থাকে। তবে এই সংস্থার বিরুদ্ধে উঠেছে ওএমআর নষ্টের অভিযোগ। এ দিন, ওই সংস্থার গোডাউনের পাশাপাশি কর্তার বাড়িতেও চলে তল্লাশি। গোয়েন্দা আধিকারিকরা নিয়ে আসেন একটি বিশেষ যন্ত্র।
তবে গোয়েন্দারা বেরিয়ে যাওয়ার পরই রহস্যময় ওই ব্যক্তিকে দেখা গেল কৌশিক মাজির বাড়ি থেকে বের হতে। তবে তিনিই কৌশিক কি না, নাকি পরিবারের লোক তার সদুত্তর মেলেনি। কারণ তদন্ত চলাকালীন সিবিআই আধিকারিকরা বাইরের কাউকে ভিতরে প্রবেশ করতে দেবেন না। তাহলে ধরে নেওয়া যেতেই ওই ব্যক্তি পরিবারের কেউ বা কৌশিক নিজেই।
যদিও, ফ্ল্যাট থেকে হন্তদন্ত হয়ে বের হতে দেখা যায় ব্যক্তিকে। মাস্ক পরে থাকার কারণে তাঁর মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। সাংবাদিকদের উত্তরে তিনি তো পরিচয় দেননি উল্টে বলে গেলেন তিনি এমনই একজন লোক।আজ মূলত গোয়েন্দারা জানতে চাইছেন এস বসু রায় অ্যান্ড কোম্পানির কর্তা কী করে ওমএমআর শিট নষ্টের দায়িত্ব পেল? কে সুপারিশ করেছিল? কেন করা হয়েছিল তার উত্তর খুঁজছে সিবিআই।