AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Airport: কেবিন ক্রু-র হাতে সবেমাত্র বোর্ডিং পাসটা দিয়েই যে কাণ্ড ঘটালেন বছর তিরিশ যুবক, গোটা বিমানবন্দরে পড়ল ঢি ঢি রব

Kolkata Airport: বিমানবন্দর সূত্রের খবর, আন্তর্জাতিক বিমান এতিহাদ (Ethihad) এয়ারলাইন্সের ই ওয়াই ২৫৯ বিমানে করে বাংলাদেশের চট্টাগ্রামে যাচ্ছিলেন বছর তেত্রিশের যুবক মেরাজ আলি।  অভিবাসন দফতরের ছাড়পত্র নিয়ে বিমানে ওঠার আগেই করে এপিগস্ট্রিয়াম ব্যথায় লুটিয়ে পড়েন তিনি।

Kolkata Airport: কেবিন ক্রু-র হাতে সবেমাত্র বোর্ডিং পাসটা দিয়েই যে কাণ্ড ঘটালেন বছর তিরিশ যুবক, গোটা বিমানবন্দরে পড়ল ঢি ঢি রব
প্রতীকী চিত্র। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 07, 2024 | 12:00 PM
Share

কলকাতা: বিমানে ওঠার ঠিক আগের মুহূর্ত। কেবিন ক্রু-রা যাত্রীদের বোর্ডিং পাস চেক করছেন। বোর্ডিং পাসটা তিনি হাতেও দিয়েছিলেন। আর তারপরই হঠ্ করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,  এপিগস্ট্রিয়াম ব্যথায় তাঁর সমস্যা হয়েছে। কলকাতা বিমানবন্দরে বিমানে ওঠার আগেই অসুস্থ হয়ে পড়লেন এক যাত্রী। জানা গিয়েছে, ওই যাত্রীর নাম মেরাজ আলি।

বিমানবন্দর সূত্রের খবর, আন্তর্জাতিক বিমান এতিহাদ (Ethihad) এয়ারলাইন্সের ই ওয়াই ২৫৯ বিমানে করে বাংলাদেশের চট্টাগ্রামে যাচ্ছিলেন বছর তেত্রিশের যুবক মেরাজ আলি।  অভিবাসন দফতরের ছাড়পত্র নিয়ে বিমানে ওঠার আগেই করে এপিগস্ট্রিয়াম ব্যথায় লুটিয়ে পড়েন তিনি।

বিমানবন্দরে নিযুক্ত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করেন। কিন্তু মেরাজ বারবার বমি করছিলেন। চিকিৎকসকরা তাঁকে ‘নট ফিট’ বলে জানিয়ে দেন। পরে তাঁকে চিকিৎসার জন্য নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরের তরফে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।