Bhawanipur Assembly By-election 2021: ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রিয়াঙ্কা, প্রকাশিত বিজেপির প্রার্থী তালিকা

Bhawanipur BY Poll 2021: উপনির্বাচনে ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

Bhawanipur Assembly By-election 2021: ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রিয়াঙ্কা, প্রকাশিত বিজেপির প্রার্থী তালিকা
ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2021 | 10:58 PM

কলকাতা: উপনির্বাচনে ভবানীপুরে (Bhawanipur Assembly By-election 2021) তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিরুদ্ধে দাঁড়াচ্ছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibriwal)। তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি।

২০১৪ সালে বিজেপিতে যোগ দেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। একসময়ে বাবুল সুপ্রিয় আইনি পরামর্শদাতা ছিলেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে এন্টালি থেকে প্রার্থী করা হলেও সেখানে প্রায় ৫৮ হাজার ভোটে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহার কাছে হেরে যান বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছিলেন তিনি। হাইকোর্টও তাতে মান্যতা দেয়। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁকে দাঁড় করানো একপ্রকার পুরস্কারস্বরূপই মনে করছেন বিশেষজ্ঞরা।

এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা TV9 বাংলাকে বলেন, “আমি তিন চার মাস আদালতে লড়েছি। আমার আত্মবিশ্বাস সবাই দেখেছে। আমার যে আত্মবিশ্বাস আছে, তা আমি প্রমাণও করে দিয়েছি। তবে এটাকে স্রেফ আমি লড়াই হিসাবে দেখছি না। আমার লড়াই হচ্ছে ন্যায় অন্যায়ের! আমি ন্যায়ের জন্য লড়ছি। ”

আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নাম আগে থেকেই শোনা যাচ্ছিল। কারণ, রাজ্য বিজেপির একাংশ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে একজন মহিলাকে প্রার্থী করার ব্যাপারে মত দেন। যদিও মমতার বিরুদ্ধে প্রার্থী কে হবেন সেটা নিয়েও বঙ্গ বিজেপি কার্যত হিমশিম খেয়েছে। দিলীপ ঘোষ নিজেই স্বীকার করে নিয়েছেন, ভবানীপুরে প্রার্থী হওয়ার জন্য অনেককে অনুরোধ করা হলেও কেউ সাড়া দিচ্ছেন না। মঙ্গলবার হেস্টিংসের বিজেপি অফিসে টানা বৈঠকের পর অবশেষে ৬ জনের নাম কেন্দ্রীয় বিজেপির কাছে পাঠাল বঙ্গ বিজেপি। প্রথমে একটি সূত্র মারফত্, দুটি নাম উঠে আসে। এই দুটি নাম হল রুদ্রনীল ঘোষ এবং তিস্তা দাস বিশ্বাস।

অলংকরণ-অভিজিৎ বিশ্বাস

বিধানসভা নির্বাচনে ভবানীপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে ২৮ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি পদত্যাগ করায় এবার সেখানে প্রার্থী মুখ্যমন্ত্রী স্বয়ং। সেক্ষেত্রে বিজেপি অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রুদ্রনীল কি জোরাল মুখ? আরেকটি নাম তিস্তা বিশ্বাস। তাঁকেও নিয়েও জল্পনা ছিল। তবে শেষমেশ প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকেই প্রার্থী করল বিজেপি।

একুশের নির্বাচনে পাখির চোখ ছিল নন্দীগ্রাম। দুই হেভিওয়েটের কট্টর লড়াই হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। ফল ঘোষণার দিন একটা মারাত্মক টুইস্ট হয়। প্রথমে কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গিয়েছেন। পরে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার কিছুক্ষণ পর ফের ঘোষণা হয়, জিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের ফল নিয়ে জটিলতা এখন আদালতে বিচারাধীন। অন্যদিকে ভবানীপুরে ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজই তিনি মনোনয়ন জমা দিচ্ছেন। অন্যদিকে, ভবনীপুরে সিপিএমের তরফে দাঁড় করানো হয়েছে শ্রীজীব বিশ্বাসকে। যুযুধান প্রতিপক্ষ ইতিমধ্যেই নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করে ফেলেছে।  সামসেরগঞ্জ থেকে প্রার্থী হচ্ছেন মিলান ঘোষ ও জঙ্গিপুরের প্রার্থী হচ্ছেন সুজিত দাস। তালিকায় তাঁদের নামও ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: কীভাবে কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীকে খুন করেন বিপ্লব? ঘটনার পুনর্নিমাণে ধৃতের ফ্ল্যাটেই গোয়েন্দারা

আরও পড়ুন: তৃণমূলের সালিশি সভায় বিজেপি কর্মীকে জমি লিখে দেওয়ার নিদান, না মানায় ভয়ঙ্কর ‘খেসারত’!