পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে চাইলে তৃণমূলকে ভোট দিন, ফের বিতর্কিত মন্তব্য দিলীপের
দিলীপ ঘোষ বলেন, "অনুপ্রবেশের শিকার হচ্ছে পশ্চিমবঙ্গ। জঙ্গিরা রাজ্যকে করিডর হিসাবে ব্যবহার করছে। প্রতিবাদ করলেই দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক তকমা। "
![পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে চাইলে তৃণমূলকে ভোট দিন, ফের বিতর্কিত মন্তব্য দিলীপের পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে চাইলে তৃণমূলকে ভোট দিন, ফের বিতর্কিত মন্তব্য দিলীপের](https://images.tv9bangla.com/wp-content/uploads/2020/12/Dilip-Ghosh.jpg?w=1280)
TV9 বাংলা ডিজিটাল: সরকারকে কটাক্ষ করতে তিনি যে মন্তব্যই করেন, তাতে শুরু হয় নতুন করে রাজনৈতিক জল্পনা। এবার তাঁর “পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর’ কটাক্ষয় রাজনৈতিক তরজা অন্য মাত্রা পেয়েছে। তৃণমূলকে সরকারকে বিঁধতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (BJP State President Dilip Ghosh) এবার বললেন, ” রাজ্য সরকার পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর পরিকল্পনা করছে।” সঙ্গে সংযোজন করেন জঙ্গি অনুপ্রবেশের ইস্যুও।
দিলীপ ঘোষ বলেন, “অনুপ্রবেশের শিকার হচ্ছে পশ্চিমবঙ্গ। জঙ্গিরা রাজ্যকে করিডর হিসাবে ব্যবহার করছে। প্রতিবাদ করলেই দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক তকমা। ”
রাজ্যবাসীর উদ্দেশে তাঁর বার্তা, “যদি উদ্বাস্তু হতে চান, তাহলে তৃণমূলকে ভোট দিন।” পক্ষান্তরে এই বার্তায় যে নাগরিকপঞ্জি, এনআরসি ইস্যুও সুপ্ত রয়েছে, তা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ, কতটা প্রভাব পড়বে বাংলায়?
এমনিতেই একুশের নির্বাচনে বিজেপির হাতিয়ার সেই মেরুকরণ, নাগরিকত্ব সংশোধনী বিল। তবে বিজেপির বড় মুখদের কাছে এটাও স্পষ্ট, এনআরসি ইস্যুতে রাজনৈতিক লড়াইয়ে তৃণমূল কয়েকশো যোজন এগিয়ে রয়েছে তাদের থেকে। রাজনৈতিক মহলের অভিমত, সেই প্রেক্ষাপট থেকেই এদিন দিলীপের বার্তা, “উদ্বাস্তু হতে চাইলে তৃণমূলকে ভোট দিন। বাংলাদেশের অনুপ্রবেশকারীরা বসে রয়েছে। পশ্চিমবঙ্গের প্রচুর সম্পত্তি নষ্ট হচ্ছে। দিদিমনি তাঁদেরকে ভোটার বানিয়ে রেখে দিয়েছেন। পশ্চিমবাংলার জন্য সারা ভারতবর্ষে অশান্তি হচ্ছে। কারণ জঙ্গিরা রাজ্যকে করিডর বানিয়ে রেখেছে।”
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)
![জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন... জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premananda-Maharaj-ji-told-how-to-choose-a-good-and-desired-life-partner-for-marriage.jpg?w=670&ar=16:9)