Kolkata Crime News: পুলিশের জালে কসবার ত্রাস সোনা পাপ্পুর ‘ক্রাইম-পার্টনার’

Kolkata Crime News: সোনা পাপ্পুর আসল নাম বিশ্বজিত্ পোদ্দার। এলাকাবাসী চিনতেন সোনা পাপ্পু নামেই।

Kolkata Crime News: পুলিশের জালে কসবার ত্রাস সোনা পাপ্পুর 'ক্রাইম-পার্টনার'
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2021 | 10:52 AM

কলকাতা: সেপ্টেম্বরের ধরা পড়েছিল কসবার ত্রাস। গ্রেফতার হয়েছিল সোনা পাপ্পু। এবার পুলিশের জালে সোনা পাপ্পুর সহযোগী দীনু যাদব। পুলিশ বুধবার রাতে তাকে গ্রেফতার করেছে।

সোনা পাপ্পুর আসল নাম বিশ্বজিত্ পোদ্দার। এলাকাবাসী চিনতেন সোনা পাপ্পু নামেই। এলাকা জুড়ে তোলাবাজি-মারপটি, গুন্ডামি করে বেরাত সে। এমন কোনও অভিযোগ ছিল না, যেটা সোনা পাপ্পুর নামের পিছনে যুক্ত নেই। দীর্ঘদিন ধরেই পুলিশের চোখে ফেরার ছিল সে।

বিমানবন্দর থানা এলাকার কৈখালির দাসপাড়ার একটি ফ্ল্যাট থেকে ধরা পড়ে পাপ্পু। সেখানেই লুকিয়ে ছিল সে। এর আগে অনেকবারই পুলিশের ‘হাত ফস্কে’ পালিয়েছে সে। অল্পের জন্য সোনা পাপ্পুকে গ্রেফতার করতে পারেননি পুলিশ। তবে তার খোঁজে তল্লাশি জারি ছিল।

এলাকার ত্রাস হয়ে উঠেছিল সোনা পাপ্পু। একাধিক থানায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল। বিভিন্ন এলাকায় অস্ত্র হাতে সংঘর্ষে জড়াত সোনা পাপ্পু। গ্রেফতারির আগে শেষ বার তাকে দেখা গিয়েছিল কসবাতেই। অস্ত্র হাতে উন্মত্ত দাপাদাপি করছিল সে।

তার বিরোধী গোষ্ঠী মুন্না গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল পাপ্পু। মুন্না পাণ্ডের উপর হামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেই ঘটনায় একাধিক আইনে মামলা রুজু হয় পাপ্পুর নামে। মূল পাণ্ডা মুন্না পাণ্ডে যখন প্রেসিডেন্সি জেল থেকে বের হচ্ছিল তখন তার উপর হামলার অভিযোগ ওঠে সোনা পাপ্পুর বিরুদ্ধে।

কৈখালির একটি আবাসনে গা ঢাকা দিয়েছিল সে। কিন্তু সোর্স মারফৎ পুলিশের কাছে সেই খবর চলে যায়। এরপর কসবা থানার পুলিশ ওই ফ্ল্য়াটে হানা দেয়। তারপর তাকে গ্রেফতার করা হয়। সোনা পাপ্পুকে টানা জেরা করেন তদন্তকারীরা। তারই আরেক সঙ্গী হল দীনু যাদব। সোনা পাপ্পুর সব খারাপ কাজেরই সঙ্গী সে। তার বিরুদ্ধেও তোলাবাজি, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করা, সংঘর্ষ-সহ একাধিক অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: নিম্নচাপের জেরে চিন্তায় কৃষি দফতর, প্রভাবিত হতে পারে এমন জেলাগুলিকে সতর্কতা