Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নিজের কেন্দ্রের ভোট মিটতেই ফের ইডির নোটিস হাতে পেলেন পার্থ!

আইকোর (ICore) মামলায় ইডি (ED)-র তলব তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)।

নিজের কেন্দ্রের ভোট মিটতেই ফের ইডির নোটিস হাতে পেলেন পার্থ!
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Apr 14, 2021 | 10:50 AM

কলকাতা: আইকোর (ICore) মামলায় ইডি (ED)-র তলব তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। তলব করা হয়েছে পার্থবাবুর ঘনিষ্ঠ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও। দুজনকেই গতকাল ইডি নোটিস পাঠানো হয়েছে। ইডি অফিসে তলব করা হয়েছে আগামী সপ্তাহে।

উল্লেখ্য, এর আগেও গত ২৭ মার্চ এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছিল সিবিআই। বলা হয়েছিল, ৭ এপ্রিল হাজিরা দিতে হবে তাঁকে। কিন্তু গত ১০ এপ্রিল পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা পশ্চিমে ভোট ছিল, ফলে গত ৭ তারিখও নির্বাচনী ব্যস্ততার কারণে যাওয়া হয়নি তাঁর।

ভোট মিটতেই ফের তলব করা হল পার্থ চট্টোপাধ্যায়কে। একই সঙ্গে পার্থ ঘনিষ্ঠ কলকাতা পুরসভার বিদায়ী কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্তকেও ডেকে পাঠিয়েছে ইডি। তবে ঘনিষ্ঠ মহলের খবর, এ দিন ইডি দফতরে যাচ্ছেন না বাপ্পাদিত্য। তাঁর বদলে তাঁর আইনজীবী।

আরও পড়ুন: বাংলা-সহ ৫ রাজ্যে রেকর্ড সংক্রমণ! উপায় খুঁজতে রাজ্যপালদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

এদিকে, সারদা কাণ্ডে প্রাক্তন আইপিএস ও প্রাক্তন সিপিএম নেতা দেবেন্দ্র বিশ্বাসকে তলব করেছে ইডি। তলব করা হয়েছে মদন মিত্রের প্রাক্তন আপ্ত সহায়ক বাপি করিমকেও। আগামী সপ্তাহের মধ্যে হাজিরা দিতে হবে তাঁদের।