শহরে ফের ভুয়ো আইপিএস-এর হদিশ! পদস্থ অফিসারের ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে তোলাবাজি

Fake IPS Officer: এরপর ওই প্রোফাইলের ওপর নজর রাখা হয়। তদন্ত করে সাইবার সেলের কর্তারা জানতে পারেন অঙ্কিত পরিচয় ভাঙিয়ে তোলাবাজিও করতেন।

শহরে ফের ভুয়ো আইপিএস-এর হদিশ! পদস্থ অফিসারের ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে তোলাবাজি
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2021 | 10:05 AM

কলকাতা: কলকাতা পুলিশের জালে আরও এক ভুয়ো আইপিএস (Fake IPS)। ভুয়ো পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার অঙ্কিত কুমার নামে এক যুবক।

প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে, অঙ্কিত সামাজিক মাধ্যমে একটি অ্যাকাউন্ট খুলেছিলেন। সেখানে অন্য এক জন পদস্থ অফিসারের ছবি ‘প্রোফাইল পিকচার’ হিসাবে ব্যবহার করেছিলেন। বিষয়টি জানতে পারেন সাইবার সেলের কর্তারা।

এরপর ওই প্রোফাইলের ওপর নজর রাখা হয়। তদন্ত করে সাইবার সেলের কর্তারা জানতে পারেন অঙ্কিত পরিচয় ভাঙিয়ে তোলাবাজিও করতেন। এরপরই ওই আইপি অ্যাড্রেস ট্র্যাক করে অঙ্কিতের হদিশ পান সাইবার সেলের কর্তারা। হাওড়ার বালি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

কসবার দেবাঞ্জন দেব, বরানগরের সনাতন রায় চৌধুরী, বেলঘরিয়ার রাজর্ষি ভট্টাচার্য – ভুয়ো আইএএস, ভুয়ো সিবিআই কৌসুলী, ভুয়ো আইপিএস- ‘ঠগ’দের এই তালিকায় এখন নবতম সংযোজন অঙ্কিত। তদন্তকারীরা এবার দেখতে চাইছেন এই অঙ্কিতের হাত কতদূর লম্বা। দেবাঞ্জন, সনাতনের মতো এরও কোনও প্রভাবশালী যোগ রয়েছে কিনা।

নাকি ভুয়ো আইপিএস রাজর্ষির মতো কোনও খুনের পরিকল্পনার সঙ্গেও যুক্ত অঙ্কিত! ভুয়ো অফিসারদের তদন্তে নেমে এমন একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে। শহর থেকে জেলা- এখন সর্বত্রই নানা ক্ষেত্র থেকে ‘ভুয়ো’দের জালে ফেলছেন তদন্তকারীরা। অঙ্কিত ঠিক কত টাকার তোলাবাজি করেছেন, তাঁর বিরুদ্ধে কোনও প্রতারণার অভিযোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে থাকায়, এখনই এ ব্যাপারে বিশেষ কিছু বলতে চাইছেন না তাঁরা। আরও পড়ুন: বিছানায় পড়ে শরীরটা, পচা গন্ধ বন্ধ ফ্ল্যাট পেরিয়ে পৌঁছেছিল প্রতিবেশীদের ঘরেও! শহরে একাকী বৃদ্ধার মর্মান্তিক পরিণতি