Durga Puja 2021: নবমীতে পজিটিভিটি রেট বেড়ে গেল এক ধাক্কায় আরও অনেকটাই, উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা-সহ দুই জেলা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 15, 2021 | 9:57 AM

COVID: কলকাতাতেও কোভিড সংক্রমণে কপালে পড়ছে চিন্তার ভাঁজ। কলকাতায় ডবল সেঞ্চুরি পার করল করোনা। কলকাতায় এক দিনেই করোনা আক্রান্তের সংখ্যা ২০৩।

Durga Puja 2021: নবমীতে পজিটিভিটি রেট বেড়ে গেল এক ধাক্কায় আরও অনেকটাই, উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা-সহ দুই জেলা
নবমীতে আরও বাড়ল সংক্রমণ (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: বারবার সতর্ক করেছিল প্রশাসন। কড়া নির্দেশিকা জারি করেছিল হাইকোর্টও। কিন্তু কাজে এল না কিছুই। ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। বাড়ছে পজিটিভিটি রেট (COVID Positivity Rate)। নবমী পর্যন্ত পজিটিভিটি রেট বেড়ে দাাঁড়াল ২.৯৩ শতাংশ। ১৩ অক্টোবর এই হার ছিল ২.৭৪ শতাংশ। নতুন করে ৫৩০জনের কোভিড ধরা পড়েছে। এর সঙ্গে উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০জন।

কলকাতাতেও কোভিড সংক্রমণে কপালে পড়ছে চিন্তার ভাঁজ। কলকাতায় ডবল সেঞ্চুরি পার করল করোনা। কলকাতায় এক দিনেই করোনা আক্রান্তের সংখ্যা ২০৩। মৃত্য়ু হয়েছে তিন জনের। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১২৮। মৃত্যু হয়েছে চার জনের।

স্বাস্থ্য় দফতরের তরফে ইতিমধ্যেই একটি লেখচিত্র প্রকাশ্যে আনা হয়েছে। কীভাবে গত কয়েকদিনে করোনায় পজিটিভিটি রেট বাড়ছে, তা রাজ্য সরকারের সর্বশেষ বুলেটিনেই স্পষ্ট। চতুর্থীর দিন রাজ্যে একদিনে করোনার এই পজিটিভিটি রেট ছিল ২.১৩%। পঞ্চমীতে তা বেড়ে হয় ২.১৫%। ষষ্ঠীর দিন পজিটিভিটি রেট আরও বেড়ে পৌঁছয় ২.৩২ শতাংশে।

১ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে করোনার গ্রাফচিত্রের উর্ধ্বমুখী হার দেখে শঙ্কিত বিশেষজ্ঞরাও। চিকিত্সকরা জানাচ্ছেন, গত ৪ দিনে ১.২ শতাংশ থেকে বেড়েছে। পুজোর আগে থেকেই বিশেষজ্ঞরা সাবধান করে এসেছিলেন, বাংলা তৃতীয় ঢেউয়ের মুখোমুখি দাঁড়িয়ে। যেভাবে পুজোয় বেসামাল জনতা, তাতে আরও একবার সিঁদুরে মেঘ দেখছেন চিকিত্সকরা।

অক্টোবরের শুরুর দিক থেকেও পজিটিভিটি রেট তুলনা করলে দেখা যাচ্ছে, বাংলায় তা ১.৭৮ থেকে বেড়ে দাঁড়িয়েছে। জেলার ক্ষেত্রে ফল আরও মারাত্মক। ৩ শতাংশের বেশি পজিটিভিটি রেট, এমন জেলার সংখ্যাই রয়েছে চার। কলকাতার পরই সবচেয়ে বেশি আক্রান্ত সংখ্যা দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়ায়। কিছুটা ভাল রয়েছে বাঁকুড়া। উল্লেখ্য, ৮ জুলাইয়ের পর থেকে পরীক্ষিত নমুনার পজিটিভিটি রেট আসার অনুমাপ ২ শতাংশের নীচে নেমে গিয়েছিল। তাতে কিছুটা আশার আলো দেখছিলেন চিকিত্সকরা। কিন্তু এখন তাঁরাই দেখছেন অশনিসঙ্কেত।

সেলফি, গ্রুপফি, কানে মাস্ক, অরক্ষিত মুখের ভিড় ভয় ধরাচ্ছে মনে। বিশেষজ্ঞরা বলছেন পজিটিভিটি রেট ৫ শতাংশ হয়ে গেলেই, ফের লকডাউনের পথেই হাঁটতে হবে সরকারকে।

আরও পড়ুন: Gayabari Accident: নবমীর সন্ধ্যায় দলা পাকিয়ে গেল একই পরিবারের ৩ সদস্যের শরীর! আনন্দোচ্ছ্বাসে মিশল রক্ত

আরও পড়ুুন: Durga Pujo 2021: পুজোতে তো মানা হল না, দেখা যাক মহানগরে আদৌ কি মানা হবে বিসর্জনের গাইডলাইন?

Next Article