Rain Forecast: রবিবার সবথেকে বেশি বৃষ্টি হতে পারে কলকাতায়, আগামী ৫ দিনেই বড় খেলা বৃষ্টির, দুর্যোগ কোন কোন জেলায়
Rain Forecast: দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজবে উত্তরও। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি সব জেলাতেই। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না।

কলকাতা: নির্ধারিত সময়ের আগেই আসছে বর্ষা। আগেভাগেই সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ইতিমধ্যেই পা রেখেছে আন্দামান-নিকোবরে। ১ জুন নয়, ২৮ মে-র আগে কেরালায় বর্ষা। বলছে মৌসম ভবন। এদিকে একাধিক বাংলার জেলায় তাপপ্রবাহের মধ্যেই এবার বৃষ্টির খেলা জারি রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী পাঁচ দিন দক্ষিনবঙ্গে ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকছে। এদিনও রাতের দিকে বৃষ্টি হতে পারে কলকাতায়। বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি বেশি হতে পারে। বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবারের মধ্যে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারাপতন দেখতে পারে শহরবাসী।
কলকাতাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বতে পারে। রবিবার তুলনামূলক ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে কলকাতাতে। কোনও কোনও জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে কোনও কোনও জেলায়।
তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজবে উত্তরও। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি সব জেলাতেই। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না। শনিবার থেকে সোমবারের মধ্যে বেশ কিছুটা পারাপতনও হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশি থাকছে উপরের ৫ জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।





