Mamata Banerjee on Semiconductor plant: ভারতে সেমিকন্ডাক্টর বিপ্লবে নেতৃত্ব দেবে কলকাতা: মমতা

Mamata Banerjee on Semiconductor plant: মমতা বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, "আমাদের বিশ্ববাংলার আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে দারুণ কার্যকর হয়ে উঠতে পারে এই সেমিকন্ডাক্টর পরিষেবা। গতকাল কেন্দ্রীয় সরকার যে টুইট করেছে তাতে এই কথাকেই সমর্থন করা হয়েছে।" আমেরিকা সরকার ও কর্পোরেট জগতের কাছে তাঁরা কৃতজ্ঞ বলে লিখেছেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee on Semiconductor plant: ভারতে সেমিকন্ডাক্টর বিপ্লবে নেতৃত্ব দেবে কলকাতা: মমতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

| Edited By: সঞ্জয় পাইকার

Sep 27, 2024 | 6:56 PM

কলকাতা: পশ্চিমবঙ্গে হবে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট। কয়েকদিন আগে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। তারপরই প্রধানমন্ত্রী দফতরের তরফে কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্টের কথা ঘোষণা করা হয়। বাংলায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির পিছনে রাজ্যের নিরলস চেষ্টা রয়েছে বলে এবার উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে এক্স হ্যান্ডলে তিনি লিখলেন, ভারতে সেমিকন্ডাক্টর বিপ্লবে নেতৃত্ব দেবে কলকাতা।

রাজ্য সরকারের নিরলস চেষ্টার উল্লেখ করে শুক্রবার এক্স হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, ” রাজ্যে নতুন প্রযুক্তি ও বিনিয়োগ আনার জন্য নিরলস চেষ্টা করেছে পশ্চিমবঙ্গ সরকার। তার ফলেই আমেরিকা থেকে বিনিয়োগের প্রস্তাব নিশ্চিত হয়েছে। রাজ্যের দক্ষতা ও ক্ষমতাই প্রকাশ পেয়েছে।”

তিনি আরও লেখেন, “আমাদের বিশ্ববাংলার আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে দারুণ কার্যকর হয়ে উঠতে পারে এই সেমিকন্ডাক্টর পরিষেবা। গতকাল কেন্দ্রীয় সরকার যে টুইট করেছে তাতে এই কথাকেই সমর্থন করা হয়েছে।” আমেরিকা সরকার ও কর্পোরেট জগতের কাছে তাঁরা কৃতজ্ঞ বলে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটের শেষে তিনি উল্লেখ করেন, বিশ্ব মানচিত্রে বাংলা আবার তার ছাপ ফেলবে।

গতকাল আমেরিকার কনসাল জেনারেলের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, সেমিকন্ডাক্টর প্ল্যান্টের জন্য জমি তৈরি করে রেখেছে রাজ্য সরকার। সেমিকন্ডাক্টর ক্ষেত্রে প্রচুর চাকরি হবে বলেও মন্তব্য করেন তিনি।