Metro Services: ৭ ঘণ্টা পরও চালু হল না মেট্রো, সোমবার কি স্বাভাবিক হবে পরিষেবা?

Kolkata Metro: বিপত্তির জেরে এদিন ৮০টি ট্রেন বাতিল হয়েছে। যদিও অন্যান্য দিন মোট ২৮৮টি রেক চলে। কিন্তু, এদিন রবিবার ছুটির দিন হওয়ায় চলে ১৩৫টি রেক। কিন্তু, এই বিপত্তির জেরে ৮০ টি ট্রেন বাতিল করা হয়। অর্থাৎ অর্ধেকের বেশি ট্রেন এদিন বাতিল হল। এই প্রথমবার এত বড় ত্রুটি হল বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষও।

Metro Services: ৭ ঘণ্টা পরও চালু হল না মেট্রো, সোমবার কি স্বাভাবিক হবে পরিষেবা?
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2023 | 12:13 AM

কলকাতা: থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগের জেরে দুপুর নাগাদ বন্ধ হয়েছিল দক্ষিণেশ্বর-দমদম মেট্রো চলাচল। তারপর ৭ ঘণ্টা পেরিয়ে গেলেও মেট্রো চলাচল স্বাভাবিক হল না। যার জেরে বাতিল হয়েছে ৮০টি ট্রেন। কলকাতা মেট্রোর ইতিহাসে এতক্ষণ পরিষেবা বন্ধ থাকার ঘটনা আগে ঘটেনি। এই প্রথমবার এত বড় ত্রুটি হল বলে স্বীকার করে নিয়েছেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষও। সোমবারও সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হবে কিনা, সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে উদ্বিগ্ন নিত্য মেট্রোযাত্রীরা।

এদিন দুপুর ১টা ৫২ মিনিট নাগাদ দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। মূলত, দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মাঝে থার্ড রেলে বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটার জেরেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তারপর মেট্রো রেলের কর্মী ও ইঞ্জিনিয়াররা ৭ ঘণ্টা ধরে চেষ্টা করেও পরিষেবা স্বাভাবিক করতে পারলেন না।

এই বিপত্তির জেরে এদিন ৮০টি ট্রেন বাতিল হয়েছে। যদিও অন্যান্য দিন মোট ২৮৮টি রেক চলে। কিন্তু, এদিন রবিবার ছুটির দিন হওয়ায় চলে ১৩৫টি রেক। কিন্তু, এই বিপত্তির জেরে ৮০ টি ট্রেন বাতিল করা হয়। অর্থাৎ অর্ধেকের বেশি ট্রেন এদিন বাতিল হল। এই প্রথমবার এত বড় ত্রুটি হল বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষও। এদিন ছুটির দিন থাকায় নিত্যযাত্রীদের ভোগান্তি কম ছিল। তবে সোমবারও মেট্রো পরিষেবা স্বাভাবিক না হলে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে উঠবে।