AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Metro Ticket: দেড় দশক পর ফের এই সিস্টেম চালু হচ্ছে মেট্রোয়, বিরাট উপকৃত হবেন যাত্রীরা

Kolkata Metro: মেট্রোর তরফে জানানো হয়েছে, ২০২৫-এর ১ জানুয়ারি থেকে কিউ আর কোড ভিত্তিক কাগজের টিকিট চালু করা হয়েছে। এই কিউ আর কোড ভিত্তিক কাগজের টিকিতেই রিটার্ন টিকিট চালু করা হচ্ছে। রিটার্ন টিকিট চালু করায় কাউন্টারমুখী যাত্রীদের লাইন যেমন কমবে, তেমনই অনেকটাই সহজ হয়ে যাবে যাতায়াত করা।

Metro Ticket: দেড় দশক পর ফের এই সিস্টেম চালু হচ্ছে মেট্রোয়, বিরাট উপকৃত হবেন যাত্রীরা
Image Credit: Getty Image
| Edited By: | Updated on: Jan 24, 2026 | 2:52 PM
Share

কলকাতা: কলকাতা মেট্রোর ইতিহাস শুরু প্রায় ৪১ বছর আগে। দিনে দিনে চেহারা পাল্টেছে স্টেশন থেকে রেক। এই কয়েক বছরে অনেক নতুন নতুন সিস্টেম চালু হয়েছে, আবার তা বদলেও গিয়েছে। এবার ১৫ বছর পর কলকাতা মেট্রোয় ফিরছে পুরনো পরিষেবা। ইতিমধ্যেই কলকাতা মেট্রোয় টিকিট কেনার একাধিক আধুনিক ব্যবস্থা চালু হয়েছে। আর এবার শুধু টিকিট নয়, কেনা যাবে রিটার্ন টিকিটও।

২০১১ সালের ৩১ জুলাই কলকাতা মেট্রো রিটার্ন টিকিট কাটার ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। প্রায় ১৫ বছর বা দেড় দশক পর সেই রিটার্ন টিকিট ফের মেট্রোয় ফিরতে চলেছে। শনিবার থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে রিটার্ন টিকিট কেনার পদ্ধতি। কোনও যাত্রী কাউন্টারে গিয়ে রিটার্ন টিকিট চাইলেই তিনি হাতে পেয়ে যাচ্ছেন।

মেট্রোর তরফে জানানো হয়েছে, ২০২৫-এর ১ জানুয়ারি থেকে কিউ আর কোড ভিত্তিক কাগজের টিকিট চালু করা হয়েছে। এই কিউ আর কোড ভিত্তিক কাগজের টিকিতেই রিটার্ন টিকিট চালু করা হচ্ছে। রিটার্ন টিকিট চালু করায় কাউন্টারমুখী যাত্রীদের লাইন যেমন কমবে, তেমনই অনেকটাই সহজ হয়ে যাবে যাতায়াত করা।

ফলে সময় ব্যয় করা বন্ধ হবে। এমনকী খুচরো নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে রেল টিকিট কাউন্টারগুলিতে। এই সমস্যারও সমাধান হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। আপ-ডাউন যাতায়াতের ক্ষেত্রে রিটার্ন টিকিট যাত্রীদের অনেকটাই সুবিধা করে দেবে বলে রেল আধিকারিকরা মনে করছেন।