Fraud Case: ওটিটি প্ল্যাটফর্মের মেম্বারশিপ করার নামে ফোন, উধাও লক্ষাধিক টাকা
Fraud Case: ইন্টারপোলের পাঠানো তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশের গোয়েন্দারা ওই অ্যাকাউন্ট সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, একাউন্টটি খোলা হয়েছিল পার্কস্ট্রিটের বাসিন্দা এক যুবতী ফারহানা খানের নামে।
কলকাতা: আইরিশ মহিলাকে আর্থিক প্রতারণার দায়ে কলকাতা থেকে এক মহিলা সহ তিন জন গ্রেফতার। ইন্টারপোলের মাধ্যমে কলকাতা পুলিশের কাছে একটি অভিযোগ এসে পৌঁছয়। যার ভিত্তিতে স্বতঃপ্রণোদিত একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করে কলকতা পুলিশের সাইবার সেল। তদন্তে জানা যায়, ৪৮ বছর বয়সী অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এক আইরিশ মহিলা আইন হান্টারের কাছে ফোন যায় এক ব্যক্তির। নিজেকে এক ওটিটি প্ল্যাটফর্মের প্রতিনিধি হিসেবে পরিচয় দেন তিনি। মহিলা ওটিটি প্ল্যাটফর্মের মেম্বারশিপ ছেড়ে দিলেও তাঁর ৯৯ ইউরো বাকি আছে বলে জানানো হয়। কথার ছলে যেভাবেই হোক মহিলার কম্পিউটার সিস্টেম ও অ্যাকাউন্ট নম্বর হাতিয়ে নেন ওই ব্যক্তি। এরপরই মহিলার অ্যাকাউন্ট থেকে ২০৮৮ ইউরো (ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৮৫ হাজার টাকা) হাতিয়ে নেওয়া হয় বলেই অভিযোগ।।
মহিলা পুরো বিষয়টি বুঝতে পেরে আইরিশ পুলিশের কাছে বিস্তারিত জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ মহিলার অভিযোগের ভিত্তিতে জবানবন্দি নিয়ে গত ১৩ অগস্ট পুরো বিষয়টি দিল্লি ইন্টারপোলের কাছে পাঠিয়ে দেয়। তদন্তে আরও জানা যায়, আইরিশ মহিলাকে প্রতারণা করে হাতানো টাকা এসেছে কলকাতার বালিগঞ্জ শাখার একটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে।।
ইন্টারপোলের পাঠানো তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশের গোয়েন্দারা ওই অ্যাকাউন্ট সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, অ্যাকাউন্টটি খোলা হয়েছিল পার্কস্ট্রিটের বাসিন্দা এক যুবতী ফারহানা খানের নামে। কিন্তু অ্যাকাউন্টটি পরিচালনা করে কসবার বাসিন্দা সাদাব হুসেন মল্লিক নামে বছর ছত্রিশের এক যুবক। এই প্রতারণার ঘটনায় আরও এক অভিযুক্তরেও খোঁজ পাওয়া যায় লালবাজারের গোয়েন্দারা। মহম্মদ ফিরোজ নামে ওই ব্যক্তি এই আর্থিক প্রতারণায় ব্যাঙ্কে সমস্ত টাকা ট্রান্সফারের ক্ষেত্রে সাহায্য করেছিল বলেই জানতে পারেন তদন্তকারীরা।।
শুক্রবার মহম্মদ সুলতান মল্লিক ও ফারহানা খানকে নিজেদের বাসভবন থেকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা নিজেদের অপরাধের কথা স্বীকার করেছে বলেই পুলিশ সূত্রে খবর। ধৃতদের কাছ থেকে বেশ কিছু ডিজিট্যাল গ্যাজেটও বাজেয়াপ্ত করা হয়েছে বলেই লালবাজার সূত্রে খবর। ধৃত তিনজনকে শনিবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ।