Rajaram Rege: রাজারাম কেন কলকাতায় ঢুকেছিল, আদালতে জানালেন ধৃতের আইনজীবী
Kolkata Police: ধৃতের আইনজীবী দাবি করেন, তৃণমূলের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করার অভিপ্রায় নিয়েই কলকাতায় এসেছিলেন রাজারাম রেগে। তাঁর দাবি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের হয়ে সোশ্যাল মিডিয়ায় ফ্রিলান্স প্রচার করে থাকেন ওই ব্যক্তি। সেই সূত্রে ধরেই কলকাতায় আসেন রাজারাম।
কলকাতা: রাজারাম রেগের কলকাতায় আসার কারণ জানালেন তাঁর আইনজীবী। শনিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ধৃত রাজারাম রেগে সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই মামলার শুনানির সময় ধৃতের আইনজীবী দাবি করেন, তৃণমূলের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করার অভিপ্রায় নিয়েই কলকাতায় এসেছিলেন রাজারাম রেগে। তাঁর দাবি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের হয়ে সোশ্যাল মিডিয়ায় ফ্রিলান্স প্রচার করে থাকেন ওই ব্যক্তি। সেই সূত্রে ধরেই কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিল রাজারাম রেগে।
পাশাপাশি এদিন আদালতে মুখ্য সরকারি আইনজীবীও জানান ধৃতের সোশ্যাল মিডিয়ায় ফ্রিলান্স কাজের কথা। ওই ব্যক্তি যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের হয়ে সোশ্যাল মিডিয়ায় ফ্রিলান্স কাজ করেন, সে কথা মেনে নেন সরকারি আইনজীবীও। সেই কারণেই মুম্বইয়ে শিবসেনার হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারের কাজে এই ব্যক্তি যুক্ত ছিল বলেও জানান তিন। যদিও পাশাপাশি তিনি এও জানান যো গোটা ঘটনা তদন্ত চলছে এবং তদন্তের অগ্রগতি হচ্ছে। দু’পক্ষের বক্তব্য শোনার পর আদালত আগামী ৩ জুন পর্যন্ত রাজারাম রেগের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে মুম্বই পুলিশকে এই তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রেইকি করতে গিয়ে কলকাতা পুলিশের হাতে ধরা পড়েছিলেন এই রাজারাম রেগে। কলকাতার এক হোটেলে এসে উঠেছিলেন তিনি। রাজারামকে গ্রেফতার করে কী কারণে ওই ব্যক্তি কলকাতায় এসেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।