Kolkata Police: পুলিশ তোলা তুললে কী হবে? পরিষ্কার জানিয়ে দিলেন CP
Kolkata Police: কলকাতা পুলিশ সূত্রে খবর, সিপি মনোজ ভার্মা পুলিশ আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, প্রতিটি থানাকেই আরও সজাগ থাকতে হবে। যেহেতু রথের দিন মহরমও রয়েছে তাই যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই এই নির্দেশ।

কলকাতা: আর কয়েকদিন, তারপরই রথযাত্রা। আগামী ২৭ জুন নিজের বাড়ি থেকে এক সপ্তাহের জন্য মাসির বাড়ি বেড়াতে যাচ্ছেন জগন্নাথ-বলরাম ও সুভদ্রা। তবে এইবারের রথযাত্রা নিয়ে আরও সতর্ক কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে খবর, সিপি মনোজ ভার্মা পুলিশ আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, প্রতিটি থানাকেই আরও সজাগ থাকতে হবে। যেহেতু রথের দিন মহরমও রয়েছে তাই যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই এই নির্দেশ। একই সঙ্গে তোলাবাজি করলে কোন পুলিশ আধিকারিকের কী হবে তাও জানান মনোজ ভার্মা।
কলকাতা পুলিশ সূত্রে খবর, বন্দর এলাকায় বিশেষ নজর দিতে নির্দেশ দিয়েছেন সিপি। থানাগুলিকেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। যে কোনও আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে নিজেদের বাহিনীকে প্রস্তুত করে নিদিষ্ট জায়গায় যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উঁচু তলার পদস্থ অফিসারদেরও সবটা নজরে রাখতে হবে বলেও জানিয়েছেন তিনি।
এখানেই শেষ নয়, পুলিশ কর্মীদের উদ্দেশেও কড়া বর্তা দিয়েছেন মনোজ ভার্মা। তাঁর সাফ বক্তব্য, পুলিশের টাকা তোলায় কোনও অভিযোগ এলে তার বিরুদ্ধে দ্রুত ব্য়বস্থা নিতে হবে। আর যদি দোষ প্রমাণিত হয় দ্রুত তাহলে তৎক্ষনাত পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন তিনি।

