Mamata Banerjee News: ‘মমতার জন্যই গিয়েছিলাম’, জেরায় জানালেন ধৃত নূর

Kalighat: সূত্রের খবর, নূর আমিনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ধৃতের পুলিশ হওয়ার খুব ইচ্ছে। নিজেকে একজন পুলিশ আধিকারিক হিসাবে ভাবতে ভালবাসেন তিনি। অনেক দিন ধরেই নিজেকে পুলিশ পরিচয় দিয়ে এলাকায় ঘুরতেন নূর।

Mamata Banerjee News: 'মমতার জন্যই গিয়েছিলাম', জেরায় জানালেন ধৃত নূর
নূর আমিন। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2023 | 3:27 PM

কলকাতা: মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বাড়ির সামনে থেকে ধৃত সশস্ত্র সন্দেহভাজনকে জেরায় উঠে এল নয়া তথ্য। সূত্রের খবর, ধৃতকে জেরায় নাম উঠে এসেছে এক তরুণীরও। শুধু তাই নয়, ধৃতের গাড়িতে আরও অস্ত্রের হদিশও মিলেছে। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, নূর জেরায় জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীকে সুরক্ষা দিতে গিয়েছিলেন। শুক্রবার ২১ জুলাইয়ের সকালে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনের গলি থেকে শেখ নূর আমিন নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে একাধিক ভুয়ো পরিচয়পত্র, ভোজালি, পিস্তল, গাঁজাও উদ্ধার হয়। কেন ওই সশস্ত্র যুবক মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের গলিতে গাড়ি নিয়ে ঢুকেছিলেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। এরইমধ্যে একের পর এক নয়া তথ্য সামনে উঠে আসছে।

সূত্রের খবর, নূর আমিনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ধৃতের পুলিশ হওয়ার খুব ইচ্ছে। নিজেকে একজন পুলিশ আধিকারিক হিসাবে ভাবতে ভালবাসেন তিনি। অনেক দিন ধরেই নিজেকে পুলিশ পরিচয় দিয়ে এলাকায় ঘুরতেন নূর। গাড়িতেও তাই পুলিশের স্টিকার লাগানো ছিল। এমনকী পুলিশের বোর্ড লাগিয়ে টোল ফাঁকি দিতেও নাকি সিদ্ধহস্ত নূর, এ তথ্যও পুলিশি জেরাতেই উঠে এসেছে।

সূত্রের দাবি, জেরায় নূর জানিয়েছেন, তিনি শুক্রবার ঘটনাস্থলে মুখ্যমন্ত্রীকে সুরক্ষা দিতে গিয়েছিলেন। এমনও নাকি নূর জেরায় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিপদ হতে পারে তিনি ভেবেছিলেন। সে কারণেই সুরক্ষা দিতে গিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। তবে শুধু ভোজালি বা পিস্তলই নয়, পরে দেখা গিয়েছে নূরের গাড়িতে রয়েছে ১৫ ইঞ্চির ধারাল অস্ত্রও। গাড়ির ফ্লোর ম্যাটের তলা থেকে সেটি পাওয়া গিয়েছে। পুলিশের দাবি, ছিল বেসবলের ব্যাটও।