AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Safest City: দেশের সবথেকে সুরক্ষিত শহর কলকাতা, NCRB-র রিপোর্টে একটানা চতুর্থবার পেল শিরোপা

NCRB Report 2023: যে শহরে আরজিকর ধর্ষণ-খুনের মতো ঘটনা ঘটেছে সম্প্রতি, সেখানে এনসিআরবি-র ২০২৩ রিপোর্টে মহিলাদের উপরে অপরাধও কমেছে বলেই উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালে কলকাতায় মহিলাদের উপরে মোট ১৭৪৬টি অপরাধ রেকর্ড হয়েছে। ২০২২ সালে ১৮৯০টি অপরাধ রেকর্ড হয়েছিল। ২০২১ সালে ১৭৮৩টি অভিযোগ দায়ের হয়েছিল। 

Kolkata Safest City: দেশের সবথেকে সুরক্ষিত শহর কলকাতা, NCRB-র রিপোর্টে একটানা চতুর্থবার পেল শিরোপা
কলকাতা সবথেকে সুরক্ষিত শহর।Image Credit: PTI
| Updated on: Oct 04, 2025 | 2:23 PM
Share

কলকাতা: আবারও দেশের সবথেকে সুরক্ষিত শহরের তকমা পেল কলকাতা (Kolkata Safest City)। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (National Crime Records Bureau) রিপোর্টেই এই শিরোপা পেয়েছে কলকাতা। প্রতি লাখ মানুষের হিসাবে অপরাধের নিরিখে এই রিপোর্ট তৈরি করা হয়েছে।

২০২৩ সালের রিপোর্ট প্রকাশ করেছে এনসিআরবি। সেই রিপোর্টেই বলা হয়েছে, দেশের বাকি শহরগুলির তুলনায় কলকাতায় অপরাধের হার কম। কলকাতায় প্রতি লাখ মানুষের হিসাবে ৮৩.৯ অপরাধ রেকর্ড হয়েছে, যা ২০ লাখের বেশি জনসংখ্যার ১৯টি শহরের মধ্যে সবথেকে কম। পুলিশ প্রযুক্তির ব্যবহার করেছে বলেও উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে। এই নিয়ে টানা চতুর্থবার কলকাতা সবথেকে সুরক্ষিত শহরের শিরোপা পেল।

সবথেকে অসুরক্ষিত শহরের তালিকায় এবার শীর্ষে উঠে এসেছে কোচি। সেখানে প্রতি লাখে ৩১৯২.৪ অপরাধ হয়। অসুরক্ষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি, যা আগের বছরগুলিতে শীর্ষে থাকত। ২০২৩ সালের তথ্যের নিরিখে দিল্লিতে প্রতি লাখে ২১০৫.৩ অপরাধ হয়েছে। গুজরাটের সুরাট রয়েছে তৃতীয় স্থানে, সেখানে প্রতি লাখে ১৩৭৭.১ অপরাধ রেজিস্টার হয়েছে।

সুরক্ষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা। হায়দরাবাদ দেশের মধ্যে দ্বিতীয় সুরক্ষিত শহর। সেখানে প্রতি লাখে ৩৩২.৩ অপরাধ হয়। তৃতীয় স্থানে রয়েছে পুণে। প্রতি লাখে ৩৩৭.১ অপরাধ হয়েছে। মুম্বইয়ে প্রতি লাখে ৩৫৫.৪ অপরাধ হয়।

২০২৩ সালের তথ্য অনুযায়ী এই ১৯টি শহরে অপরাধের গড় হার ৮২৮।  কলকাতা চতুর্থবার সবথেকে সুরক্ষিত শহর হিসাবে উঠে এসেছে। ২০২৩ সালের অপরাধের হার বিগত দুই বছরের তুলনায় কম বলেই উল্লেখ করা হয়েছে এনসিআরবি-র রিপোর্টে। ২০২২ সালে কলকাতায় প্রতি লাখে অপরাধের হার ছিল ৮৬.৫। ২০২১ সালে অপরাধের হার ছিল ১০৩.৫।

এনসিআরবি-র রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে ২০১৬ সাল থেকেই কলকাতায় অপরাধের হার নিম্নমুখী। ২০১৬ সালে প্রতি লাখে ১৫৯.৬ অপরাধ রেকর্ড ছিল।

যে শহরে আরজিকর ধর্ষণ-খুনের মতো ঘটনা ঘটেছে সম্প্রতি, সেখানে এনসিআরবি-র ২০২৩ রিপোর্টে মহিলাদের উপরে অপরাধও কমেছে বলেই উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালে কলকাতায় মহিলাদের উপরে মোট ১৭৪৬টি অপরাধ রেকর্ড হয়েছে। ২০২২ সালে ১৮৯০টি অপরাধ রেকর্ড হয়েছিল। ২০২১ সালে ১৭৮৩টি অভিযোগ দায়ের হয়েছিল।  প্রতি লাখে ২৫.৭ অপরাধ রেকর্ড হয়েছে ২০২৩ সালে, যা দেশের মধ্যে তৃতীয় সর্বনিম্ন হার। চেন্নাইয়ে প্রতি লাখে ১৭.৩ অপরাধ হয়েছিল মহিলাদের উপরে। কোয়েম্বাটোরে প্রতি লাখে ২২.৭ অপরাধ হয়েছে।

এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, কলকাতায় ২০২৩ সালে মাত্র ১০টি ধর্ষণ রেকর্ড হয়েছে। ২০২১ ও ২০২২ সালে এই সংখ্যা ছিল ১১। তবে নাবালিকাদের উপরে অত্যাচার, ধর্ষণের সংখ্যা অনেকটা বেশি কলকাতায়। ২০২৩ সালে কলকাতা. ১৭২টি নাবালিকা ধর্ষণের অভিযোগ রেকর্ড হয়েছে। ১৯টি শহরের মধ্যে কলকাতার র‌্যাঙ্কিং ১০। কলকাতায় নাবালিকাদের বিরুদ্ধে ৩৯টি যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়েছিল ২০২৩।

এই বিষয় নিয়ে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, “এনসিআরবি-র তথ্য আমাদের দাবিই প্রমাণ করে দিল যে কলকাতা সুরক্ষিত শহর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”