AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolutola Fire: ১২ ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে এল না আগুন, কলুটোলায় এখনও যুদ্ধ জারি দমকল কর্মীদের

10 Fire Tenders Operational at Kolutola: সকালে যে ২০ টি ইঞ্জিন পাঠানো হয়েছিল, তার মধ্যে থেকে ১০ টি ইঞ্জিন এখন ফিরে যাচ্ছে। বাকি পকেট ফায়ারগুলি নেভানোর জন্য দুর্ঘটনাস্থানে আপাতত ১০ টি ইঞ্জিন থাকছে।

Kolutola Fire: ১২ ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে এল না আগুন, কলুটোলায় এখনও যুদ্ধ জারি দমকল কর্মীদের
এখনও নিয়ন্ত্রণে আসেনি কলুটোলার আগুন (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Oct 04, 2021 | 11:38 PM
Share

কলকাতা: ১২ ঘণ্টা অতিক্রান্ত। এখনও নিয়ন্ত্রণে আসেনি কলুটোলা স্ট্রিটের বহুতলের আগুন। পুজোর মুখে ভয়বাহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল তিলোত্তমা। দাউ দাউ করে জ্বলছে বহুতল। আজ সকালে আগুন লাগে ১১ নম্বর কলুটোলা স্ট্রিটের একটি চারতলা বাড়িতে। দমকলের ২০ টি ইঞ্জিনের চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগুনের ভয়াবহতা আগের তুলনায় কিছুটা কমলেও এখনও পর্যন্ত বহতলের বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়ে গিয়েছে। সেগুলি এখন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। দমকলের তরফে জানানো হয়েছে, আগুন এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে সকালে যে ২০ টি ইঞ্জিন পাঠানো হয়েছিল, তার মধ্যে থেকে ১০ টি ইঞ্জিন এখন ফিরে যাচ্ছে। বাকি পকেট ফায়ারগুলি নেভানোর জন্য দুর্ঘটনাস্থানে আপাতত ১০ টি ইঞ্জিন থাকছে।

যে বহুতলটিতে আগুন লেগেছে, তার পাশের একটি বিল্ডিং থেকে জল দিয়ে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। আগুন এখন আগের তুলনায় অনেকটা নিয়ন্ত্রণে এলেও এখনও ভিতরে যাওয়া সম্ভব হচ্ছে না। কারণ হিসেবে দমকল সূত্রে জানা যাচ্ছে, সকাল থেকে নাগাড়ে দল দেওয়ার ফলে, বাড়িটির ইট, প্লাস্টার সবমিলিয়ে বাড়িটির ওজন অনেক বেড়ে গিয়েছে। সেই কারণে, এখন বাড়ির ভিতরে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করা ভীষণ ঝুকিপূর্ণ। তবে এর মধ্যেও দু’একজন দমকলের কর্মী ভিতরে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়েছেন।

সকাল থেকে দমকলের ২০ ইঞ্জিন তৎপর ছিল আগুন নেভানোর কাজে। প্রথমদিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে মনে করা হলেও বিকেলে ফের নতুন করে আবার আগুনের ফুলকি বের হতে দেখা গিয়েছে। জানা যাচ্ছে ওই বহুতলটি পিছনের অংশ সম্পূর্ণ পুড়ে গিয়েছে। ১২ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ দমকল কর্মীরা। দমকল আধিকারিকদের তরফে জানানো হয়েছে পর্যাপ্ত জল নেই। এদিকে, ঘিঞ্জি এলাকা হওয়ায় স্বল্প পরিসর স্থানে পৌঁছানোও সম্ভব হয়নি। ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা।

ঘিঞ্জি এলাকায় অবস্থিত এই বহুতল। সকাল থেকে যে লেলিহান শিখা আর ঘন মিশমিশে কালো ধোঁয়া দেখা গিয়েছে, তাতে আশেপাশের বাড়িগুলিতেও আগুন লেগে যাওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছিল। বহুতলটির উল্টোদিকের একটি বাড়ির কাচ ভেঙে পড়তে দেখা গিয়েছে দুপুরে। প্রথমে একতলা ও দোতলায় আগুন লাগলেও ক্রমশ তিনতলা এবং চারতলায় ছড়িয়ে পড়ে সেই আগুন।

ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। প্রথমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দমকলের তৎপরতা নিয়ে ক্ষোভ ধরা পড়ছিল। তাঁদের অভিযোগ ছিল, যতটা তৎপরতার সঙ্গে কাজ করা উচিত, সেভাবে কাজ করছিলেন না দমকলকর্মীরা। কিন্তু পরে তাঁরা পরিস্থিতি বুঝতে পারেন। এদিকে,তৎপরতার সঙ্গে কাজ করছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও।

আরও পড়ুন : Kulutola Street Fire: বিপদ বুঝে দরজা খুলে দিলেন ইমাম, মসজিদের ভিতর থেকেই চলছে সর্বখেকো আগুনকে বাগে আনার লড়াই

বড়দিনের কলকাতায় হাড় কাঁপানো ঠান্ডা, রাজ্যের তাপমাত্রা নামবে ৯ ডিগ্রিতে
বড়দিনের কলকাতায় হাড় কাঁপানো ঠান্ডা, রাজ্যের তাপমাত্রা নামবে ৯ ডিগ্রিতে
ডিসেম্বরের শেষেই রাজ্যে শুরু হিয়ারিং, কোথায় হবে শুনানি?
ডিসেম্বরের শেষেই রাজ্যে শুরু হিয়ারিং, কোথায় হবে শুনানি?
প্রশ্ন কর না- লেখার পর থেকেই ব্ল্যাক লিস্টে পড়ে যাই: পল্লব
প্রশ্ন কর না- লেখার পর থেকেই ব্ল্যাক লিস্টে পড়ে যাই: পল্লব
দুর্নীতির জেরে চাকরি বাতিল, আবার কোর্টে গেল রাজ্য
দুর্নীতির জেরে চাকরি বাতিল, আবার কোর্টে গেল রাজ্য
গ্রেফতার BJP সমর্থক, নিজের বাড়ির সামনে TMC-কে নিয়ে কী লিখেছিলেন?
গ্রেফতার BJP সমর্থক, নিজের বাড়ির সামনে TMC-কে নিয়ে কী লিখেছিলেন?
যৌনশক্তি আছে কি না, সেই পরীক্ষাই হয়নি! সাজার পর কী দাবি অভিযুক্তদের
যৌনশক্তি আছে কি না, সেই পরীক্ষাই হয়নি! সাজার পর কী দাবি অভিযুক্তদের
হুমায়ুনের হুঙ্কার, নতুন দল গড়েই কী চ্যালেঞ্জ দিলেন?
হুমায়ুনের হুঙ্কার, নতুন দল গড়েই কী চ্যালেঞ্জ দিলেন?
১ লক্ষ মতুয়ার নাম বাদ গেলেও লাভ দেখছেন শান্তনু, কেন?
১ লক্ষ মতুয়ার নাম বাদ গেলেও লাভ দেখছেন শান্তনু, কেন?
প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?