কলকাতা: ‘ইন্ডিয়া’ জোটে তৃণমূলের হাত কংগ্রেসের ধরা নিয়ে বেজায় আপত্তি রয়েছে তাঁর। দলের অন্দরে একাধিকবার নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। এমনকী মুখপাত্রর পদও খুইয়েছেন। প্রশ্ন উঠছিল, তবে কি কংগ্রেস ছাড়তে চলেছেন কৌস্তভ বাগচী? যোগ দেবেন বিজেপিতে? প্রথম প্রশ্নর উত্তর যদিও বুধবারই দিয়েছেন তিনি। ছেড়েছেন কংগ্রেস। তবে দ্বিতীয় প্রশ্নের উত্তরের জন্য আর একটু অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন।
আজই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে তিন পাতার চিঠি পাঠিয়েছেন কৌস্তভ। যেখানে একদিকে তিনি কংগ্রেসের সঙ্গে তাঁর পুরনো সম্পর্কের কথা তুলে ধরেছেন, তেমনই এও অভিযোগ করেছেন, আত্মসম্মান নিয়ে হাত শিবিরে তাঁর পক্ষে থাকা সম্ভব নয়। এরপরই পদত্যাগ করেছেন। এ দিকে, কৌস্তভ দল ছাড়তেই পুনরায় মাথাচাড়া দিয়েছে সেই প্রশ্ন তাহলে কি বিজেপিতেই যাচ্ছেন তিনি?
এই প্রশ্নেরও কৌশলী জবাব দিয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা। অপেক্ষা করতে বলেছেন। জানান, “রাজনীতির কর্মকাণ্ড চলবে। তবে দু’একদিন অপেক্ষা করতে হবে। তারপর সবটা স্পষ্ট হবে।” একই সঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়েও মন্তব্য করলেন কৌস্তভ। বললেন, “আমি বরাবর বলেছি বিরোধী রাজনীতির মুখ হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার লড়াইয়ের সেনাপতি শুভেন্দু। এ কথায় সন্দেহ নেই।” এ দিকে, কৌস্তভের দলবদল নিয়ে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেছেন, “পুকুর নদীর গল্প শুনিয়ে,এবার পচা পুকুরে ডুব।”