Kunal Ghosh: কুণালকে বড় পুরস্কার তৃণমূলের, নিঃশব্দে ঘটল সবটা
TMC: লোকসভা নির্বাচনের সময় বিজেপি প্রার্থীর তাপস রায়ের সঙ্গে সামাজিক অনুষ্ঠানে মঞ্চ শেয়ার করেছিলেন কুণাল । এরপরই জেনারেল সেক্রেটারি পদ খোয়ান কুণাল। সেই সময় তিনি জানিয়েছিলেন যে এই পদ ছাড়ার ব্যাপারে দলকে তিনি আগেই জানিয়েছিলেন।
কলকাতা: সকালে প্রশংসা, রাতে শাস্তি। লোকসভা নির্বাচনের মুখে বড় ধাক্কা খেয়েছিলেন কুণাল ঘোষ। রাতারাতি তাঁকে সরিয়ে দেওয়া হয় সাধারণ সম্পাদক পদ থেকে। তাঁর দোষ? বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। দলের অস্বস্তি বাড়ানোয় লোকসভা নির্বাচনের আগেই শাস্তি পেয়েছিলেন তিনি। আবার উপ-নির্বাচনের আগেই ফেরত পেলেন সেই পদ। তবে এবার আর ঢাকঢোল পিটিয়ে নয়। নিঃশব্দে পদ ফিরে পেলেন কুণাল ঘোষ। আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তৃণমূল কংগ্রেস যে স্মারকলিপি জমা দেয়, তাতে দেখা যায় কুণাল ঘোষকে জেনারেল সেক্রেটারি বলে উল্লেখ করা হয়েছে।
মুখপাত্রের পদ থেকে সরে গিয়েছেন কুণাল ঘোষ। তারপরও বিভিন্ন ইস্যুতে দলের তরফে বক্তব্য রেখেছেন তিনিই। তবে আনুষ্ঠানিকভাবে তাঁকে মুখপাত্রের পদ ফিরিয়ে দেওয়ার কথা তৃণমূল কখনওই ঘোষণা করেনি। একইভাবে জেনারেল সেক্রেটারির পদ খুইয়ে আবার ফিরে পেলেন কুণাল ঘোষ। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, পদ কেড়ে নেওয়ার সময় দল বিবৃতি জারি করে জানালেও, কুণাল ঘোষের কাছে হারানো পদ ফিরল নিঃশব্দে।
লোকসভা নির্বাচনের সময় বিজেপি প্রার্থীর তাপস রায়ের সঙ্গে সামাজিক অনুষ্ঠানে মঞ্চ শেয়ার করেছিলেন কুণাল । এরপরই জেনারেল সেক্রেটারি পদ খোয়ান কুণাল। সেই সময় ডেরেক ওব্রায়েনের মাধ্যমে তৃণমূল বিবৃতি জারি করে বলেছিল, ‘‘সম্প্রতি কুণাল ঘোষ এমন অনেক কথা বলছিলেন যা দলের অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। উনি যা বলছেন, তা সম্পূর্ণ ভাবে তাঁর ব্যক্তিগত অভিমত। এর সঙ্গে দলের ভাবনার কোনও সম্পর্ক নেই।’’
বরখাস্তের চিঠি পেয়ে কার্যত ব্যঙ্গের সুরেই কুণাল বলেছিলেন যে দলের তরফে প্রেমপত্র এসেছে। সেই সময় জানিয়েছিলেন যে এই পদ ছাড়ার ব্যাপারে দলকে তিনি আগেই জানিয়েছিলেন। এরপর উপনির্বাচনের প্রাক্কালে পদ ফিরে পেলেন কুণাল ঘোষ।