AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: হাসপাতালে ভর্তি কুণাল ঘোষ, মঙ্গলবার অস্ত্রোপচার

Kunal Ghosh: সূত্রের খবর, পড়ে গিয়ে বড়সড় চোট পেয়েছেন তৃণমূলের মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শারীরিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। তারপরই সিদ্ধান্ত জানাবেন চিকিৎসকরা।

Kunal Ghosh: হাসপাতালে ভর্তি কুণাল ঘোষ, মঙ্গলবার অস্ত্রোপচার
| Edited By: | Updated on: Nov 24, 2025 | 4:18 PM
Share

কলকাতা: বাথরুমে পড়ে গেলেন কুণাল ঘোষ। সোমবার পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছেন তৃণমূলের মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সবরকম শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। পায়ে ও মাথায় আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে।

সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে কুণাল ঘোষকে। এক্স রে, স্ক্যান সহ সব পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা পুরোটা পর্যবেক্ষণ করছেন। পায়ে গুরুতর আঘাত লাগায় অস্ত্রোপচার করতে হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, মঙ্গলবার তাঁর পায়ে অস্ত্রোপচার করা হবে।

দল বা পরিবারের তরফ থেকে কুণাল ঘোষের শারীরিক অবস্থা সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

শুধুমাত্র রাজনৈতিক দল নয়, সংবাদমাধ্যমের সঙ্গেও যুক্ত কুণাল ঘোষ। বছর ৫৭-র এই রাজনীতিক নিয়মিত সংবাদমাধ্যমের মুখোমুখি হন ও বিভিন্ন ইস্যুতে উত্তর দেন। গত কয়েকদিনে এসআইআর আবহে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন কুণাল।

একসময় সারদা চিটফান্ড মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ। সেও প্রায় ১১ বছর আগের কথা। প্রেসিডেন্সি সংশোধনাগারে ছিলেন তিনি। জেলে থাকাকালীন পরের বছর নভেম্বরে প্রেসিডেন্সির সেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কুণাল। একুশ নম্বর সেলে মধ্যরাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। সম্প্রতি সেই ঘটনার কথা উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট করেন তিনি।