কলকাতা: বিজেপি তৃণমূলের বিরোধী দল হলেও, সবথেকে বড় বিরোধী নেতা বোধহয় শুভেন্দু অধিকারী। সেই ২০২১ সাল থেকে কথায় কথায় শুভেন্দুকে আক্রমণ করতে শোনা গিয়েছে তৃণমূলের প্রায় সব স্তরের নেতা-নেত্রীকে। শুভেন্দুর গলাতেও শাসক দলের সম্পর্কে আক্রমণাত্মক কথাই শোনা গিয়েছে বরাবর। সেই শুভেন্দুর প্রশংসা ঝরে পড়ল শাসক দলের নেতার গলায়। একসময় এক দলে থেকে, একই গাছের ছত্রছায়ায় কাজ করেছেন তাঁরা। দলবদলের চার বছর পর হঠাৎ শুভেন্দুকে ‘ভাল’ বলে মনে হল কুণাল ঘোষের!
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, “শুভেন্দু রাজনীতির ভাল ছাত্র।” সাংগঠনিক ভাবে, প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অনেকটাই এগিয়ে আছেন বলে মনে করেন তিনি। উল্লেখ্য, শুভেন্দু অধিকারীকে ‘ব্যস্ততম নেতা’ আখ্যা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বলেছেন, “সাংগঠনিক বৈঠকে উনি কমফোর্ট ফিল করেন না। উনি তো পশ্চিমবঙ্গের ব্যস্ততম নেতা।” তারপরই শুভেন্দুর প্রশংসা করলেন কুণাল।
এদিন কুণাল ঘোষ বলেন, “যেহেতু শুভেন্দু মমতার স্কুলের ছাত্র, ভাল স্কুলের তো একটা ছাপ থাকে! দেখতে হবে কোন স্কুলে অভিজ্ঞতাটা হয়েছে।” কুণালের দাবি, শুভেন্দুর দলবদলের জন্য নিন্দা করবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের জন্যও পাল্টা আক্রমণ করবেন। কুণালের বক্তব্য, “বিজেপিতে যারা আছে, তাদের মধ্যে সাংগঠনিক ভাবে, প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অনেকটাই এগিয়ে। কে কী বলছে, সেটা ওদের ব্যাপার।”