Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: ‘যা বলেছি ঠিক বলেছি’, বিতর্কের মধ্যে গর্জে উঠলেন কুণাল

Kunal Ghosh: ফিরহাদ, কুণালের পর তিলোত্তমার মা-বাবার পিছনে সিপিএমকে দেখছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর কথায়, আন্দোলকারী ডাক্তারদেরও ব্যবহার করেছে সিপিএম। এখন রাজনৈতিক স্বার্থে তিলোত্তমার মা-বাবাকে ব্যবহার করা হচ্ছে।

Kunal Ghosh: ‘যা বলেছি ঠিক বলেছি’, বিতর্কের মধ্যে গর্জে উঠলেন কুণাল
কুণাল ঘোষ
Follow Us:
| Edited By: | Updated on: Jan 28, 2025 | 4:23 PM

কলকাতা: ‘যা বলেছি ঠিক বলেছি।’ বিতর্কের মধ্যেই ফের গর্জে উঠলেন কুণাল ঘোষ। কয়েকদিন আগেই তিলোত্তমার মা-বাবাকে চক্রান্তকারীদের মুখপাত্র বলে তোপ দেগেছিলেন। মেয়ের মৃত্যুর পরেও চোখে জল কোথায়? সেই প্রশ্নও তুলেছিলেন। যা নিয়ে চাপানউতোর চলছিলই। এরইমধ্যেই এদিন সোশ্য়াল মাধ্যমে বিস্ফোরক পোস্ট করতে দেখা যায় প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পালের স্ত্রী নন্দিনী পাল মুখোপাধ্যায়। কেন কুণাল ঘোষ এত অংসবেদনশীল, রূঢ় সেই প্রশ্নও তোলেন।  

যদিও এখন কুণালের পাল্টা প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। সূত্রের খবর, মগরাহাটে একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ কথা বলেন তিনি। খোঁচা দিচ্ছে পদ্ম শিবির। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন, “পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। আইনের শাসন থাকলে অন্তত কথা বলার স্বাধীনতাটুকু থাকতো। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন মানে রাজ্যের দশ কোটি মানুষকে সেই স্বরেই কথা বলতে হবে। আর কোনও ভিন্ন স্বর থাকা যাবে না। তিলোত্তমার মা-বাবার বক্তব্যকে কাটার জন্য তৃণমূল নেতারা যেভাবে ঝঁপিয়ে পড়ছেন তাতে তো মনে হচ্ছে ডান মে কুছ কালা হ্যা।” 

যদিও ফিরহাদ, কুণালের পর তিলোত্তমার মা-বাবার পিছনে সিপিএমকে দেখছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর কথায়, আন্দোলকারী ডাক্তারদেরও ব্যবহার করেছে সিপিএম। এখন রাজনৈতিক স্বার্থে তিলোত্তমার মা-বাবাকে ব্যবহার করা হচ্ছে। তাঁর এ মন্তব্য নিয়েও চলছে চাপানউতোর।