Kunal Ghosh: আদালতের নোটিস বাড়িতে পৌঁছতেই মুচকি হেসে কুণাল বললেন…
Kunal Ghosh: নিজেকে নির্দোষ দাবি করে কুণাল ঘোষ বলেন, "আমি কোনও অন্যায় করিনি। ঘটনার দিল ছিলামই না। আমি চিঠি পেয়েছি। আদালত যা বলছে সব মানব।" কুণাল এও বলেন, "আমার কাছে জানতে চাওয়া হয়েছে কেন আমায় কারাদণ্ড দেওয়া হবে না সেটা ব্যাখা করতে।"

কলকাতা: আদালত অবমাননার মামলায় হাইকোর্টের জারি করা রুল নোটিস পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নারকেলডাঙা থানার মাধ্যমে এই নোটিস পাঠিয়েছে হাইকোর্ট। সংশ্লিষ্ট নোটিসে আদালত অবমাননার অভিযোগের কথা জানিয়ে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে। আদালতে হাজিরা দেওয়ার কথাও বলা হয়েছে তাঁকে। আদৌ কি হাজিরা দেবেন তৃণমূল নেতা? কী বললেন তিনি?
রুল নোটিস কুণাল যে পেয়েছেন সে কথা স্বীকার করে নিয়ে তৃণমূল নেতা প্রথমে বলেন, “চাকরিপ্রার্থীরা আদালতের কাছাকাছি কোথাও বিক্ষোভ করেছিলেন। সেই জন্য একটা মামলায় কলকাতা হাইকোর্ট রুল জারি করে। হ্যাঁ আমি সেটা পেয়েছি। আমার স্থানীয় থানা মারফত সেটা দেওয়া হয়েছে। আমায় বলা হয়েছে ১৬ জুন বেলা সাড়ে বারোটায় সশরীরে উপস্থিত থেকে উত্তর দিতে। আদালতের অনুমতি ছাড়া সেখান থেকে না বেরতে।” এরপর তাঁর সংযোজন,”আমি কোর্টে যাব। এবং আদালতের অনুমতি নিয়েই সময় মতো বেরব।”
নিজেকে নির্দোষ দাবি করে কুণাল ঘোষ বলেন, “আমি কোনও অন্যায় করিনি। ঘটনার দিল ছিলামই না। আমি চিঠি পেয়েছি। আদালত যা বলছে সব মানব।” কুণাল এও বলেন, “আমার কাছে জানতে চাওয়া হয়েছে কেন আমায় কারাদণ্ড দেওয়া হবে না সেটা ব্যাখা করতে। আমি আদালতের প্রতি পূর্ণ আস্থা জানিয়ে বলছি, আমায় কেন গ্রেফতার করা হবে না, অন্য শাস্তি দেওয়া হবে না সেটা বিনয়ের সঙ্গে, আইনি ভাষায় পেশ করব। আর আদালতের অনুমতি নিয়েই বেরিয়ে আসব।”

