কলকাতা: ছাব্বিশে বিধানসভা, তাতছে বঙ্গ। ভোটের সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছে প্রায় সব রাজনৈতিক দলই। চলছে ঘুঁটি সাজানোর কাজ। এদিকে লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করে ঝড় তুলে দিয়েছিল গেরুয়া শিবির। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোলও বিস্তর হয়েছিল। এবার রামনবমীকে পাখির চোখ করে ঝাঁপাতে চলেছে পদ্ম ব্রিগেডে। দোলেই বড় হুঙ্কার দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাফ বললেন, রাম নবমীতে ২০০০ মিছিল হবে। ১ কোটি হিন্দু রাস্তায় থাকবেন। কোনও অনুমতি নেবেন না।
এদিন কার্যত হুঙ্কারের সুরেই শুভেন্দু বলেন, “ভাল করে রাম নবমী করবেন। আমিও থাকব মাঠে। গতবার ৫০ লক্ষ হিন্দু নেমেছিল, একহাজার মিছিল হয়েছিল। এবার ২ হাজার মিছিল হবে, ১ কোটি হিন্দু রাস্তায় থাকবে। কোনও অনুমতি নেবেন না। কোনও অনুমতির প্রয়োজন নেই।” তাঁর এ মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোরও শুরু হয়ে গিয়েছে।
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন, “এখানে রাম নবমী পালন হয় না এমনটা নয়। ওদের কী ইচ্ছা আমি জানি না। কিন্তু ঈশ্বরের ইচ্ছা রমজান মাসে দোল-হোলি হবে, ঈশ্বরের ইচ্ছা গুড ফ্রাইডের উদযাপনও শুরু হবে।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “উনি কাদের নামতে বলছেন? যাঁরা নামার তাঁরা তো নামবে, পুজো করবে।”