Calcutta High Court: ‘অনুমতি দিচ্ছে না পুলিশ’, ধুলিয়ানে যেতে চেয়ে হাইকোর্টে শুভেন্দু
Calcutta High Court: শুভেন্দুর আইনজীবীর বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে অন্য দলের নেতা-নেত্রীরা সেখানে গিয়েছেন। বিধানসভার বিরোধী দলনেতাও ধুলিয়ান যেতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি।

কলকাতা: মুর্শিদাবাদের ধুলিয়ানে যেতে চান তিনি। কিন্তু, পুলিশ তাঁকে অনুমতি দিচ্ছে না। এই অভিযোগ তুলে এবার ধুলিয়ান যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ (বুধবার) দুপুরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুভেন্দুর আবেদনের শুনানি হবে।
ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদের একাধিক এলাকা। সুতি, সামসেরগঞ্জ, ধুলিয়ানে গোলমাল হয়। পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশের সঙ্গে নামে বিএসএফ। আবার কলকাতা হাইকোর্টের নির্দেশে আধাসেনাও মুর্শিদাবাদে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম।
এই পরিস্থিতিতে ধুলিয়ানে যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। তাঁর আইনজীবীর বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে অন্য দলের নেতা-নেত্রীরা সেখানে গিয়েছেন। বিধানসভার বিরোধী দলনেতাও ধুলিয়ান যেতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। তাই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন। আজ দুপুরেই তাঁর আবেদনের শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। এর আগে মালদহের মোথাবাড়িতেও যেতে পুলিশের অনুমতি পাননি শুভেন্দু। শেষপর্যন্ত হাইকোর্টের অনুমতি নিয়ে গত ১১ এপ্রিল তিনি মোথাবাড়ি গিয়েছিলেন।
এই খবরটিও পড়ুন




এদিকে, আর একটি সংগঠন ধুলিয়ানে ঘরছাড়াদের জন্য ক্যাম্প করতে চায়। কিন্তু জেলাশাসক অনুমতি দিচ্ছেন না বলে অভিযোগ। বিচারপতি ঘোষের এজলাসে মেনশন করলে আইনজীবীদের পাঠিয়ে দেওয়া হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। কারণ জেলাশাসকের অনুমতির মামলা বিচারপতি সিনহার এজলাসে শুনানি হবে। এরপর ওই সংগঠন বিচারপতি সিনহার এজলাসে যায়। তারা জানায়, ছোট ছোট টিম যাবে ওষুধ, খাবার পৌঁছে দিতে। তাদের অভিযোগ, বাকিরা গেলেও তাদের অনুমতি দেওয়া হচ্ছে না। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি সিনহা। আগামিকাল শুনানি হবে।





