
কলকাতা: লোকায়ুক্ত নিয়োগ নিয়ে নবান্নে বৈঠকে তিনি থাকবেন না। আগেই জানা গিয়েছিল। কেন তিনি বৈঠকে থাকবেন না, সেকথা জানিয়ে এবার রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার স্বরাষ্ট্র সচিবের পাশাপাশি কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার সচিবকেও চিঠি পাঠিয়েছেন বিরোধী দলনেতা। নবান্নের বৈঠকে না থাকার কারণগুলি পরপর জানিয়েছেন।
আগামিকাল (সোমবার) নবান্নে বিকেল ৪টা লোকায়ুক্ত নিয়োগ নিয়ে বৈঠক রয়েছে। ওই বৈঠকের পরই রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও একজন সদস্য বাছাইয়ের জন্য বৈঠক রয়েছে। দুটি বিষয়ে চিঠি পেয়েছেন বিরোধী দলনেতা। চিঠির প্রাপ্তি স্বীকার করে নবান্নের বৈঠকে না থাকতে পারার কথা জানালেন শুভেন্দু।
কেন নবান্নে বৈঠকে থাকবেনা না বিরোধী দলনেতা?
নবান্নে বৈঠকে না থাকার কারণ হিসেবে একাধিক বিষয় উল্লেখ করেছেন শুভেন্দু। সেখানে তিনি বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের আক্রান্ত হওয়ার প্রসঙ্গ তুলে ধরেছেন। বিরোধী দলনেতার দাবি, দুই জনপ্রতিনিধি আক্রান্ত হওয়ার পরও নিশ্চুপ ছিলেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি বিজেপির দুই নেত্রীর বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে। চিঠিতে শুভেন্দু লিখেছেন, এআই ব্যবহার করে দুই নেত্রীর ছবি বিকৃত করা হয়েছে। মহিলাদের অসম্মান পরও মুখ্যমন্ত্রী নিশ্চুপ বলে তিনি অভিযোগ করেন।
এর পাশাপাশি কালীপুজোর কর্মসূচিতে গিয়ে তাঁর আক্রান্ত হওয়ার ঘটনাও চিঠিতে তুলে ধরেন শুভেন্দু। অভিযোগ করেন, তৃণমূলের গুন্ডাদের দ্বারা তিনি আক্রান্ত হন। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। বিরোধী দলনেতার দাবি, এই রাজ্যে মুখ্যমন্ত্রী ইচ্ছা করেই মানবধিকার লঙ্ঘন করছেন। মুখ্যমন্ত্রী দীর্ঘ কয়েক বছর ধরে এভাবেই সংবিধানের মূল্যবোধকে ধ্বংস করছেন বলে তিনি চিঠিতে লেখেন। একইসঙ্গে তিনি লেখেন, পুলিশ রাজনৈতিক দলের পদলেহনকারী কর্মীতে পরিণত হয়েছে। নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত করা হচ্ছে।
সেজন্যই তিনি নবান্নে বৈঠকে যাবেন না বলে চিঠিতে জানিয়েছেন বিরোধী দলনেতা। তবে তিনি জানিয়েছেন, দুটি বৈঠকে নাম বাছাইয়ের পরে যেন তালিকা তাঁকে পাঠানো হয়। তিনি তাঁর মতামত সেই সময় দেবেন বলেও উল্লেখ করেছেন শুভেন্দু।