Governor: ‘কল্যাণের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে’, রাজভবনে তল্লাশি শেষে জানিয়ে দিলেন রাজ্যপাল বোস

Governor CV Ananda Bose on Kalyan Banerjee: রাজ্যপাল সিভি আনন্দ বোস ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দ্বৈরথ ক্রমশ বাড়ছে। শনিবার প্রথম রাজ্যপালকে নিশানা করেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ। রাজভবনে বোমা-বন্দুক রয়েছে বলে রাজ্যপালকে নিশানা করেন তিনি। রাজভবনের তরফে কল্যাণের মন্তব্যকে অবমাননাকর বলা হয়। তারপরও থামেননি কল্যাণ। রবিবার ফের সরব হন তিনি।

Governor: কল্যাণের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে, রাজভবনে তল্লাশি শেষে জানিয়ে দিলেন রাজ্যপাল বোস
রাজ্যপাল সিভি আনন্দ বোসImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 17, 2025 | 4:48 PM

কলকাতা: সোমবার দুপুর থেকেই রাজভবনে নজিরবিহীন ছবি। বম্ব স্কোয়াড, পুলিশ, কুকুর নিয়ে তল্লাশি। আর সেই তল্লাশি চলল স্বয়ং রাজ্যপালের নির্দেশে। আর ওই তল্লাশির পরই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তল্লাশিতে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া জানিয়ে রাজ্যপাল কার্যত হুঁশিয়ারি দিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

রাজ্যপাল সিভি আনন্দ বোস ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দ্বৈরথ ক্রমশ বাড়ছে। শনিবার প্রথম রাজ্যপালকে নিশানা করেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ। রাজভবনে বোমা-বন্দুক রয়েছে বলে রাজ্যপালকে নিশানা করেন তিনি। রাজভবনের তরফে কল্যাণের মন্তব্যকে অবমাননাকর বলা হয়। তারপরও থামেননি কল্যাণ। রবিবার ফের সরব হন তিনি।

এরপরই উত্তরবঙ্গ থেকে সোমবার রাজভবনে ফিরেই রাজভবনের অন্দর ও প্রাঙ্গণ তল্লাশির সিদ্ধান্ত নেন রাজ্যপাল বোস। বম্ব স্কোয়াড, পুলিশ কুকুরের পাশাপাশি সিআরপিএফ ও কলকাতা পুলিশও আসে। দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি। সেই তল্লাশি শেষেই রাজ্যপাল বলেন, রাজভবনে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। এরপর সিভি আনন্দ বোস বলেন, “রাজ্যপালের বিরুদ্ধে কিছু বলা, অভিযোগ তোলার প্রবণতা রয়েছে বাংলায়। রাজ্যপালের বিরুদ্ধে কিছু বললে কোনও ব্যবস্থা নেওয়া হবে বলে মনে করা হয়। কিন্তু, আমি সিদ্ধান্ত নিয়েছি, ভুয়ো অভিযোগ করলে কড়া পদক্ষেপ করা হবে।” কল্যাণকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” লোকসভার স্পিকারকে এই বিষয়ে জানানো হবে কি না, এমন প্রশ্নে রাজ্যপাল জানান, “সব পদক্ষেপ সময় মতো নেওয়া হবে।”

রাজভবনে চলছে তল্লাশি

মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কোনও আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, “আমি এবং আমার সাংবিধানিক সহযোগীর মধ্যে কথাবার্তা গোপনীয় থাকা উচিত। তবে সময়মতো সঠিক তথ্য রাজভবনের পক্ষ থেকে জানানো হবে।” রাজ্যপাল আরও জানান, তিনি নিজে আজ রাজভবনজুড়ে তল্লাশি চালান। তবে তৃণমূল সাংসদের উল্লেখ করা কোনও কিছুর প্রমাণ পাওয়া যায়নি।