কিছুতেই নিয়ন্ত্রণে নেই সংক্রমণের মাত্রা, SSKM-এ চিকিৎসাধীন প্রসূতি নাসরিন খাতুনের অবস্থা সঙ্কটজনক
SSKM: গত ১২ জানুয়ারি গুরুতর অসুস্থ তিন প্রসূতিকে মেদিনীপুর থেকে এসএসকেএমে স্থানান্তর করা হয়। এখনও তিন জনের মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন নাসরিন। আরও দুই চিকিৎসাধীন প্রসূতি মাম্পি সিংহ, মিনারা বিবির অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল।
কলকাতা: স্যালাইন বিপর্যয়ে এসএসকেএমে চিকিৎসাধীন সর্বকনিষ্ঠ প্রসূতি নাসরিন খাতুনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১১ দিনেও নিয়ন্ত্রণে নেই নাসরিনের দেহে সংক্রমণের মাত্রা।
গত ১২ জানুয়ারি গুরুতর অসুস্থ তিন প্রসূতিকে মেদিনীপুর থেকে এসএসকেএমে স্থানান্তর করা হয়। এখনও তিন জনের মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন নাসরিন। আরও দুই চিকিৎসাধীন প্রসূতি মাম্পি সিংহ, মিনারা বিবির অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল।
মাম্পি সিংহকে ভেন্টিলেশন থেকে বার করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। লেখার মাধ্যমে চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন মাম্পি। চিকিৎসকদের মতে, মাম্পির শারীরিক অবস্থা আশাপ্রদ হলেও বিপদ কাটেনি। মিনারা বিবির শারীরিক অবস্থা স্থিতিশীল।
সিসিইউয়ের আইসোলেশন ওয়ার্ডে আছেন তিনি। মুখ দিয়ে খাবার খাচ্ছেন, প্রস্রাবের মাত্রা ভালো, ডায়ালিসিস দিতে হচ্ছে না। এসএসকেএম সূত্রের খবর, মিনারার শারীরিক অবস্থার অবনতি না হলে তাঁকে শীঘ্রই ওয়ার্ডে স্থানান্তর করা হবে।
প্রসঙ্গত, মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যু নিয়ে হাইকোর্টেও ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্যকে। বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের বেঞ্চে। এসএসকেএম চিকিৎসাধীন তিন প্রসূতির অবস্থার উন্নতি না হলে রাজ্যের ওপর চাপ আরও বাড়বে বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ।