Cyclone Dana live Update: শক্তি বাড়িয়ে দ্রুত গতিতে এগোচ্ছে দানা, ‘অযথা বাইরে বেরবেন না…’, গঙ্গাবক্ষে শুরু মাইকিং

Oct 23, 2024 | 1:09 PM

Cyclone Latest Update: বুধবার মেঘ ঢুকলেও আজ যদিও কলকাতা বা তার আশপাশের জেলাগুলিতে  তেমন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও-কোথাও বিক্ষিপ্তি বৃষ্টি হতে পারে। তবে উপকূল লাগোয়া জেলাগুলি যেমন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঘূর্ণিঝড় দানার প্রতিমুহূর্তের সব আপডেট জানুন....

Cyclone Dana live Update: শক্তি বাড়িয়ে দ্রুত গতিতে এগোচ্ছে দানা, অযথা বাইরে বেরবেন না..., গঙ্গাবক্ষে শুরু মাইকিং
গঙ্গাবক্ষে মাইকে করে সচেতন করার বার্তায় রিভার ট্র্যাফিক পুলিশ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

LIVE NEWS & UPDATES

  • 23 Oct 2024 01:00 PM (IST)

    কালো মেঘ ঢেকেছে উলুবেড়িয়ার বিস্তীর্ণ এলাকা

    1. ঘূর্ণিঝড় দানার ইতিমধ্যেই উলুবেরিয়া বিস্তীর্ণ এলাকার প্রভাব ফেলতে শুরু করেছে । নদী তীরবর্তী অঞ্চলে পুলিশ প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং।
    2. যে সমস্ত মানুষজন নদীর ধারে বসবাস করেন তাদের অন্যত্র সরে যাওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
    3. হাওড়ার উলুবেড়িয়া, চারদিকে রয়েছে নদী দিয়ে ঘেরা। ফলে সমস্ত নদী ধারের বসবাসকারীদের প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
  • 23 Oct 2024 11:08 AM (IST)

    দানার প্রভাব চালু

    বঙ্গোপসাগরে ইতিমধ্যেই জন্ম নিয়েছে দানা। এখন ৬০০ কিমি দূরে অবস্থান করছে। তার প্রভাবে উপকূলে মেঘ ঢোকাল ‘দানা’। ইতিমধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলে বৃষ্টি শুরু। পাশাপাশি কলকাতা সহ জেলায়-জেলায় মুশলধারে বৃষ্টি।


  • 23 Oct 2024 10:51 AM (IST)

    ভয়ঙ্কর হতে পারে দানার দাপট, বড় সিদ্ধান্ত নিয়ে নিল পুরীর জগন্নাথ মন্দির

    পুরীর সমুদ্রসৈকতে মৎসজীবীরা।

    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। ইতিমধ্যেই সাগরে জন্ম নিয়ে নিয়েছে ঘূর্ণিঝড়। আগামিকাল, বৃহস্পতিবার রাতেই বাংলা-ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ‘দানা’র দাপট। ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুতি নিয়ে ফেলেছে পশ্চিমবঙ্গ ও ওড়িশা সরকার। খোলা হয়েছে ফ্লাড সেন্টার। প্রস্তুত রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এর মধ্যেই বড় সিদ্ধান্ত পুরীর জগন্নাথ মন্দির প্রশাসনের। ঘূর্ণিঝড় দানার প্রভাবে যাতে মন্দিরে কোনও বিপত্তি না ঘটে, তার জন্য আপাতত মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করা হল।

    বিস্তারিত পড়ুন: Cyclone Dana Update: ভয়ঙ্কর হতে পারে দানার দাপট, বড় সিদ্ধান্ত নিয়ে নিল পুরীর জগন্নাথ মন্দির

  • 23 Oct 2024 09:53 AM (IST)

    সুন্দরবনের কী অবস্থা?

    1. ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়তে শুরু করল সুন্দরবন উপকূল এলাকায়।
    2. আজ সকাল থেকে সুন্দরবন উপকূল সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। বেলা বাড়তেই হালকা বৃষ্টিও শুরু হয়ে যায়।
    3. তবে সময় যত এগোচ্ছে উত্তাল হয়ে উঠছে নদী এবং সমুদ্র। পর্যটন কেন্দ্র বকখালি এবং গঙ্গাসাগরে সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লাগাতার চলছে মাইকিং প্রচার।
    4. তবে আজ দুপুরের পর থেকে সুন্দরবনের সমস্ত ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
  • 23 Oct 2024 09:52 AM (IST)

    দিঘা ছাড়ার আগে সমুদ্রে জলকেলি পর্যটকদের

    1. সকাল থেকেই দিঘার আকাশ রোদ ঝলমলে।
    2. বুধবার সকাল থেকে দিঘার সমুদ্রে পাড়ে ভিড়। দিঘা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষে।
    3. কিন্তু ভোর থেকেই নির্দেশ উপেক্ষা করে সমুদ্রে জলকেলিতে ব্যাস্ত পর্যটকরা।
    4. টিভি৯ বাংলার ক্যামেরা দেখেই পর্যটক সরানোর কাজে হাত লাগলো ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ও প্রশাসন।
    5. তুলে দেওয়া হলো পর্যটকদের সমুদ্র থেকে। দিঘা ছাড়ার আগে সমুদ্রে স্নানে নামে কয়েকশ পর্যটক।


  • 23 Oct 2024 09:48 AM (IST)

    ভাঙড়ে কৃষকদের সচেতন করা হচ্ছে

    1. দক্ষিণ ২৪ পরগনার সবজি ভাণ্ডার ভাঙড়ে শুরু হলো সচেতনতামূলক প্রচার। আসন্ন সাইক্লোনের ভয়াবহতা সম্পর্কে অবগত করা হল কৃষকদের।
    2. মাইক প্রচারের পাশাপাশি বিলি করা হলো হ্যান্ডবিল।
    3. ভাঙড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষি কাজ সম্পন্ন হয়। কৃষি প্রধান এই এলাকার সবজি কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা-রাজ্যে চলে যায়।
    4. ক্ষতির আশঙ্কার আগেই তাই কৃষকদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল ভাঙ্গড় ২ কৃষি অধিকর্তা।
  • 23 Oct 2024 09:47 AM (IST)

    দানার দস্যিপনা থেকে রেহাই উত্তরবঙ্গের

    1. ‘দানা’র হাত থেকে উত্তরবঙ্গ নিরাপদ
    2. আপাতত উত্তরে ভারী বৃষ্টির ভয় নেই
    3. ঝড়ের আশঙ্কাও নেই উত্তরবঙ্গে
    4. বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরের জেলায়
  • 23 Oct 2024 09:41 AM (IST)

    জন্মানোর পর দানা এখন কোথায়?

    1. সাগরে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’
    2. আরও শক্তি বাড়ানোর ইঙ্গিত
    3. উপকূলে জমছে মেঘ।
    4. আজই বৃষ্টি শুরুর পূর্বাভাস
    5. পারাদ্বীপ থেকে ৫৬০ কিমি দূরে দানা-র অবস্থান করছে দানা
    6. সাগরদ্বীপ থেকে দানা-র দূরত্ব ৬৩০ কিমি
    7. কাল রাতে ওড়িশা-বাংলা উপকূলে দানার হানা
    8. বৃহস্পতি-রাত ১১:৩০ থেকে শুক্র-সকাল ৫:৩০
    9. পুরী ও সাগর দ্বীপের মধ্যে ধামরা বন্দরের কাছে ল্যান্ডফল
    10. আগামী ২ দিন দক্ষিণবঙ্গে লাল-কমলা সতর্কতা
    11. ভারী থেকে চরম ভারী বৃষ্টির পূর্বাভাস
    12. উপকূলে ঘণ্টায় ১২০ কিমি বেগে বইতে পারে ঝড়

    বিস্তারিত পড়ুন: পূর্বাভাস মিলিয়ে সাগরে জন্ম নিল দানা, আজ থেকেই কি বাংলায় শুরু খেলা?

বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে দানা। তবে তার ‘দস্যিপনায়’ বাংলা কতটা অতিষ্ঠ হবে তা এখনও বলা যাচ্ছে না। বুধের সকাল থেকেই কলকাতা সহ জেলাগুলির ভোল পাল্টাতে শুরু করেছে। সকাল থেকেই কার্যত মেঘলা আকাশ। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলেছে, বুধবার মেঘ ঢুকলেও আজ যদিও কলকাতা বা তার আশপাশের জেলাগুলিতে  তেমন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও-কোথাও বিক্ষিপ্তি বৃষ্টি হতে পারে। তবে উপকূল লাগোয়া জেলাগুলি যেমন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঘূর্ণিঝড় দানার প্রতিমুহূর্তের সব আপডেট জানুন….