Sandeshkhali: রেখার ভাগ্য-পরীক্ষার ২৪ ঘণ্টা আগে জেল-মুক্তি সন্দেশখালির গীতার

Sandeshkhali: আগামিকাল ভাগ্য গণনা হবে রেখা পাত্র, হাজি নুরুলদের। শেষ পর্যন্ত কার মুখের হাসি চওড়া হবে, সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। তবে গীতা বরকে আজ জেল থেকে ছাড়া পাওয়ার পর বিজেপির জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসীই দেখাল।

Sandeshkhali: রেখার ভাগ্য-পরীক্ষার ২৪ ঘণ্টা আগে জেল-মুক্তি সন্দেশখালির গীতার
জেল থেকে ছাড়া পেলেন সন্দেশখালির গীতাImage Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Jun 03, 2024 | 6:05 PM

কলকাতা: মঙ্গলে ভোট গণনা। ঠিক তার আগের দিনই জেলমুক্তি হল সন্দেশখালির আন্দোলনের অন্যতম প্রতিবাদী চরিত্র গীতা বরের। ২১ দিন পর অবশেষে সোমবার বিকেলে জেল-মুক্তি হন গীতার। ছাড়া পেলেন দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে। সম্প্রতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গীতা-সহ পাঁচ জনের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছিল। সেই নির্দেশের প্রেক্ষিতেই আজ জেল থেকে ছাড়া পেলেন সন্দেশখালির গীতা। দমদম কেন্দ্রীয় সংশোধনার থেকে বেরিয়ে গীতা জানালেন, তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ। বললেন, ‘আমার সঙ্গে যা হয়েছে, খুবই খারাপ। হাসপাতালে শুয়ে স্যালাইট টেনেছি।’

আগামিকাল ভাগ্য গণনা হবে রেখা পাত্র, হাজি নুরুলদের। শেষ পর্যন্ত কার মুখের হাসি চওড়া হবে, সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। তবে গীতা বরকে আজ জেল থেকে ছাড়া পাওয়ার পর বিজেপির জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসীই দেখাল। তিনি বলেন, ‘আশা করছি আমরা পদ্মফুল ফোটাব। যিনি আমাদের প্রার্থী হয়েছেন, তিনি জিতবেন বলেই আশা করছি। আমরা হাল ছাড়ব না।’

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকেই সংবাদ শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালি। কখনও শেখ শাহজাহান প্রসঙ্গ, কখনও জমি দখলের অভিযোগ, মহিলাদের রাস্তার নেমে বিক্ষোভ… একের পর এক ঘটনার সাক্ষী থেকেছে সন্দেশখালি। গত জানুয়ারিতে ইডির উপর হামলার ঘটনার পর থেকে বহু জল বয়ে গিয়েছে সন্দেশখালির উপর দিয়ে। বসিরহাট থেকে বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। আর ভোটগণনার ঠিক আগের দিনই জেল থেকে ছাড়া পেলেন সন্দেশখালির অপর এক প্রতিবাদী চরিত্র গীতা বর।