BJP Candidate List: বীরভূম, ঝাড়গ্রাম আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, জল্পনাই সত্যি হল

BJP Candidate List: বীরভূম ও ঝাড়গ্রাম কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি। যে দু'টি নাম নিয়ে জল্পনা ছিল, তালিকায় দু'জনই আছেন। অবসরপ্রাপ্ত অফিসার দেবাশিস ধর বীরভূমের প্রার্থী। অন্যদিকে ঝাড়গ্রামে প্রার্থী করা হয়েছে চিকিৎসক প্রণত টুডুকে। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিয়োলজি বিভাগের চিকিৎসক ছিলেন প্রণত।

BJP Candidate List: বীরভূম, ঝাড়গ্রাম আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, জল্পনাই সত্যি হল
বিজেপির পতাকা Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2024 | 9:07 PM

কলকাতা: আরও এক দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। মোট ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল শনিবার। তালিকায় রয়েছে বাংলার দুই লোকসভা কেন্দ্রের প্রার্থীর নামও। বীরভূম ও ঝাড়গ্রাম কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি। যে দু’টি নাম নিয়ে জল্পনা ছিল, তালিকায় দু’জনই আছেন। অবসরপ্রাপ্ত অফিসার দেবাশিস ধর বীরভূমের প্রার্থী। অন্যদিকে ঝাড়গ্রামে প্রার্থী করা হয়েছে চিকিৎসক প্রণত টুডুকে। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিয়োলজি বিভাগের চিকিৎসক ছিলেন প্রণত। সম্প্রতি চাকরি থেকে ইস্তফা দেন তিনি।

ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের ২০১০ সালের ব্যাচের আইপিএস অফিসার ছিলেন দেবাশিস ধর। সম্প্রতি তিনি মুখ্যসচিব বিপি গোপালিকার কাছে ইস্তফাপত্র দিয়েছিলেন। বলেছিলেন, ‘ব্যক্তিগত কারণে’ এমন সিদ্ধান্ত। তবে ইস্তফাপত্রে লিখেছিলেন, তিনি আইপিএসের গণ্ডী পার করে জীবনের অন্যান্য সামাজিক এবং ব্যক্তিগত লক্ষ্যপূরণ করতে চান। তখন থেকেই জল্পনা শুরু।

কোচবিহারের পুলিশ সুপার পদে ছিলেন দেবাশিস ধর। একুশের বিধানসভা ভোটের সময় তিনিই জেলার এসপি ছিলেন। শীতলকুচির ঘটনা সেই ভোটেই। ইস্তফা দেওয়ার সময় রাজ্য পুলিশের এসপি পদের ‘কম্পালসরি ওয়েটিং’-এ ছিলেন তিনি।

অন্যদিকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ থেকে প্রণত টুডু ইস্তফা দেওয়ার পরই শোনা যাচ্ছিল এ জেলার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির ভোটপ্রার্থী হতে চলেছেন তিনি। এ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কালীপদ সোরেন। সাঁওতালি সাহিত্যিক তিনি। তার প্রতিদ্বন্দ্বি এবার চিকিৎসক প্রণত।