
কলকাতা: বহরমপুর লোকসভার প্রার্থী হিসাবে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করে তৃণমূল হইচই ফেলে দিয়েছে ব্রিগেড সভা থেকে। এই প্রথম রাজনীতির ময়দানে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের এই সদস্য। রাজনীতির ময়দানে পা ফেলে দারুণ খুশি ইউসুফ। এক্স হ্যান্ডেলে কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে ইউসুফের ভোটে লড়া নিয়ে দারুণ খুশি ভাই ইরফান পাঠান। এক্স হ্যান্ডেলে কিছুটা আবেগপ্রবণই হয়ে পড়েন তিনি।
তৃণমূল যে ইউসুফকে প্রার্থী করতে চলেছে, তা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। এদিন ব্রিগেডে জনগর্জন সভায় ইউসুফকে দেখে চমকে যান সকলে। বহরমপুরের মতো হেভিওয়েট সিটে প্রার্থী করা হয় তাঁকে। এ আসন দীর্ঘদিনের কংগ্রেসের আসন।
এদিন ইউসুফ পাঠান এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি চিরকালের জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে কৃতজ্ঞ। তিনি আমাকে তৃণমূল পরিবারে স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে সংসদে জনগণের কণ্ঠস্বর হওয়ার দায়িত্বে আমার প্রতি বিশ্বাস রেখেছেন। জনগণের প্রতিনিধি হিসাবে, দরিদ্র ও বঞ্চিতদের উন্নতি সাধন আমাদের কর্তব্য। আমি আশা করি সেটা করতে পারব।’
Your patience, kindness, help to the needy and service to people even without an official position can be easily noticed. I am confident that once you step into a political role, you will truly make a difference in the daily lives of people @iamyusufpathan
— Irfan Pathan (@IrfanPathan) March 10, 2024
আমি চিরকালের জন্য শ্রীমতী @MamataOfficial এর কৃতজ্ঞ, যিনি আমাকে TMC পরিবারে স্বাগত জানিয়েছেন এবং পার্লামেন্টে জনগণের কণ্ঠস্বর হওয়ার দায়িত্বে আমার প্রতি বিশ্বাস রেখেছেন।
জনগণের প্রতিনিধি হিসেবে, দরিদ্র ও বঞ্চিতদের উন্নতি সাধন আমাদের কর্তব্য, এবং আমি আশা করি সেটা অর্জন করতে… pic.twitter.com/8wEEN8BsR0
— Yusuf Pathan (@iamyusufpathan) March 10, 2024
অন্যদিকে ইউসুফ প্রার্থী হতেই ভাই ইরফান পাঠান এক্স হ্যান্ডেলে লেখেন, কোনও পদ ছাড়াই তাঁর মানুষের প্রতি ধৈর্য, মহানুভবতা সকলের নজরে পড়েছে। এক ধাপ এগিয়ে এবার রাজনীতিতে। সেখানেও তাঁর ভূমিকা নজরকাড়া হবে বলেই মনে করেন তিনি। এক সময় বাইশ গজে একসঙ্গে খেলেছেন দুই ভাই। খেলা ছেড়ে ইরফান এখন ধারাভাষ্য করেন। ইউসুফ এলেন রাজনীতিতে।