Suvendu Adhikari: ‘রাস্তায় নামব, পিছনে থাকবে লাখ হিন্দু ভক্ত, ক্ষমতা থাকলে আটকে দেখান’, ফের হুঙ্কার শুভেন্দুর

Pradipto Kanti Ghosh | Edited By: জয়দীপ দাস

Mar 18, 2025 | 5:27 PM

Suvendu Adhikari: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ভোটের সলতে পাকাতে এখন থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দলই। বিজেপির ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ পোস্টারে ছেয়ে গিয়েছে। পাল্টা পোস্টারেই কটাক্ষবাণ শানিয়েছে রাজ্যের শাসকদলও।

Suvendu Adhikari: ‘রাস্তায় নামব, পিছনে থাকবে লাখ হিন্দু ভক্ত, ক্ষমতা থাকলে আটকে দেখান’, ফের হুঙ্কার শুভেন্দুর
মিছিলে শুভেন্দু
Image Credit source: TV 9 Bangla

Follow Us

কলকাতা: “শুধু গোটা রাজ্যের পুলিশ নয়, সিভিক ভলান্টিয়রদের কাজে লাগিয়ে হিন্দু জনতার জয় শ্রী রাম ধ্বনি আটকানোর ক্ষমতা আপনাদের এ বছর হবে না।” রামনবমীর ঢাকে কাঠি পড়তেই ফের গর্জে উঠলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন সাংবাদিক বৈঠকে রামনবমীর অনুমতি নিয়ে পুলিশের প্রোফর্মা নিয়েও উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় শুভেন্দুকে। কেউ যাতে নতুন প্রোফর্মা পূরণ না করে সে কথাও এদিন বারবার বলতে দেখা যায় শুভেন্দুকে। একইসঙ্গে প্রশাসনের উদ্দেশ্যে হুঁশিয়ারির সুরে বলেন, “আমরা রাস্তায় থাকব। পিছনে থাকবে লাখ হিন্দু ভক্ত জনতা। পারলে আটকে নিন। ক্ষমতা থাকে তো আটকে নিন। হিন্দুস্তান মে হিন্দুই রাজ কারেগা। যো হিন্দু হিত মে কাজ করেগা ওই হি আগলে দিন বাঙ্গাল মে রাজ করেগা।” 

প্রসঙ্গত, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ভোটের সলতে পাকাতে এখন থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দলই। বিজেপির ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ পোস্টারে ছেয়ে  গিয়েছে। পাল্টা পোস্টারেই কটাক্ষবাণ শানিয়েছে রাজ্যের শাসকদলও। এই আবহে রামনবমী ঘিরে যে রাজনৈতিক মহলেও উত্তেজনার পারজ চড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিন সাংবাদিক বৈঠকে দফায় দফায় রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কাঠগড়ায় তোলেন শুভেন্দু। আক্রমণের ধার বাড়িয়ে বলেন, “রামনবমী নতুন করে পালনের ব্যাপার নেই। অনেকদিন থেকেই পালন হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে অনেকবারই রাম নবমীর  উৎসবে পুলিশ দিয়ে বাধা দিয়েছেন। কোর্টে যেতে হয়েছে। মুখ্যমন্ত্রী দু’বার জয় শ্রীরাম ধ্বনিকে অপশব্দ বা খারাপ শব্দ হিসাবে চিহ্নিত করেছেন।”

প্রসঙ্গত, কয়েকদিন আগেই রামনবমীর দিনে এক কোটি হিন্দুকে রাস্তার নামার আহ্বান জানিয়েছিলেন শুভেন্দু। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানউতোর চলছে। এদিন ফের একবার হুঙ্কারের সুরে শুভেন্দু বলেন, “আমি রাজ্যের বিরোধী দলনেতা ২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার মানুষের প্রতিনিধিত্ব করি। আমি এবং আমাদের বিজেপি MLA-রা আপানাদের সম্পূর্ণ আইনি সহায়তা দেব। আপনারা কেউ ফ্রোফর্মা ফিলাপ করবেন না। গত বছর যেভাবে হয়েছিল এবারও সেইভাবেই হবে।”