e Maa Flyover: ১৯ দিন ধরে সাড়ে ৬ ঘণ্টা করে বন্ধ থাকবে মা উড়ালপুল! হাতে সময় নিয়ে বেরোন - Bengali News | Maa Flyover will remain closed at night for 19 days | TV9 Bangla News

Maa Flyover: ১৯ দিন ধরে সাড়ে ৬ ঘণ্টা করে বন্ধ থাকবে মা উড়ালপুল! হাতে সময় নিয়ে বেরোন

Painting in Maa Flyover : রাতের দিকে মা উড়ালপুলের উপর দিয়ে কোথাও যাওয়ার প্ল্যান থাকলে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। সোমবার থেকে থেকে ১৯ দিনের জন্য রাতে সাড়ে ১১টা থেকে ভোর ৬ টা পর্যন্ত বন্ধ থাকবে মা উড়ালপুল।

Maa Flyover: ১৯ দিন ধরে সাড়ে ৬ ঘণ্টা করে বন্ধ থাকবে মা উড়ালপুল! হাতে সময় নিয়ে বেরোন
মা ফ্লাইওভার (ফাইল ছবি)

| Edited By: Soumya Saha

Apr 04, 2022 | 5:38 PM

কলকাতা : আপনি কি মা উড়ালপুল (Maa Flyover) দিয়ে যাতায়াত করেন? তাহলে জেনে রাখুন, রাতের দিকে মা উড়ালপুলের উপর দিয়ে কোথাও যাওয়ার প্ল্যান থাকলে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। সোমবার থেকে থেকে ১৯ দিনের জন্য রাতে সাড়ে ১১টা থেকে ভোর ৬ টা পর্যন্ত বন্ধ থাকবে মা উড়ালপুল। তাই ওই সময়ের মধ্যে আপনার যদি কোথাও যাওয়ার চিন্তাভাবনা থাকে, তাহলে মা উড়ালপুলের রাস্তা এড়িয়ে চলুন। নাহলে, অযথা আবার অন্য রাস্তা ব্যবহারের জন্য গাড়ি ঘোরাতে হবে। অযথা সময় নষ্ট হবে। তাই আগে থেকেই সময় নিয়ে বেরোন এবং বিকল্প রাস্তা ব্যবহার করুন। জানা গিয়েছে, ওই সময় মা উড়ালপুলের কাজ চলবে, তাই উড়ালপুলের দুই দিকের রাস্তাই রাতের বেলা বন্ধ থাকবে ওই দিনগুলিতে।

মা ফ্লাইওভার শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উড়ালপুল। শহরের অন্যতম লাইফলাইন বললেও খুব একটা ভুল বলা হয় না। প্রায় সাড়ে সাত কিলোমিটার লম্বা এই ফ্লাইওভার ইএম বাইপাসকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ের সঙ্গে যুক্ত করে। শহরের যানজট এড়িয়ে দ্রুত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত পৌঁছানো অনেক সহজ করে দিয়েছে মা উড়ালপুল। কোনওরকম যানজট ছাড়াই চলে যাওয়া যায় এই উড়ালপুল দিয়ে।

সামনেই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। তার আগে শহরকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। শহরের সৌন্দর্যায়নের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুরু থেকেই বাড়তি নজর দিয়েছে। সেই মতো বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আগে মা উড়ালপুলকেও ঝা চকচকে করে ফেলার ভাবনা রয়েছে। নতুন করে রঙ করা হবে মা ফ্লাইওভার।

যাঁরা মা ফ্লাইওভার ব্যবহার করেন, তাঁরা যাতে ভুল করে না চলে আসেন মা ফ্লাইওভারের দিকে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওয়ার্ক ইন প্রোগ্রেস অন মা ফ্লাইওভার – এই লেখা সাইন বোর্ড রাখার ব্যবস্থা করা হচ্ছে উড়ালপুলের দিকে আসার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে। সেই সঙ্গে ভোর ৬ টার পর উড়ালপুলের উপর যাতে কোনও কিছু পড়ে না থাকে, এবং উড়ালপুল যাতে যান চলাচলের যোগ্য থাকে, তার দিকেও নজর দিতে বলা হয়েছে।

আরও পড়ুন : SSC Case: এসএসসি শুনানিতে বেনজির জট! একই দিনে মামলা থেকে সরে দাঁড়ালেন ৩ বিচারপতি

আরও পড়ুন : Jhalda Councillor Murder: তপন কান্দু খুনে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ৪৫ দিনের মধ্যে দিতে হবে প্রাথমিক রিপোর্ট