Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madan Mitra: গায়ে জড়ানো সাদা শাল, মদনের পাশে বসে থাকা মহিলার পরিচয় জানেন?

Madan Mitra: দোলের পরের দিন একটি ছবি পোস্ট করেছেন ফেসবুকে। পাশে বসে তাঁর ছোট ছেলের বৌ। নাম মেঘনা মিত্র। ছবিটি পোস্টের ক্যাপসানে মদন লিখেছেন 'কেমন কাটল আপনাদের দোল'? মেঘনা কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

Madan Mitra: গায়ে জড়ানো সাদা শাল, মদনের পাশে বসে থাকা মহিলার পরিচয় জানেন?
মদন মিত্রর পাশে কে?Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Mar 28, 2024 | 9:36 AM

কলকাতা: অসুস্থতার জন্য আপাতত বাড়িতেই রয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। লোকসভা ভোটের প্রচারেও দেখা যাচ্ছে না তাঁকে। এমনকী তৃণমূলের ব্রিগেডেও যেতে পারেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় তেমন আর ‘অ্যাক্টিভিটি’ চোখে পড়ছে না তাঁর। কিন্তু দীর্ঘদিনের সেই বিরতি কাটিয়ে ফের ধরা দিলেন তৃণমূল বিধায়ক। কিন্তু সোশ্যাল মিডিয়ায়। দোলের ছবি শেয়ার করলেন ফেসবুকে। পাশে বসে এক সুন্দরী। আর মদন মিত্র ছবি পোস্ট করতেই হু-হু করে তা শেয়ারও করেছেন নেটাগরিকরা।

দোলের পরের দিন একটি ছবি পোস্ট করেছেন ফেসবুকে। পাশে বসে তাঁর ছোট ছেলের স্ত্রী। নাম মেঘনা মিত্র। ছবিটি পোস্টের ক্যাপসানে মদন লিখেছেন ‘কেমন কাটল আপনাদের দোল’? মেঘনা কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মদন মিত্র তাঁর কাছে পুত্রবধূ নয়। কন্যাসম। ‘বাবা’ মদন মিত্রর বরাবরই প্রশংসা করে এসেছেন তৃণমূল এই কাউন্সিলর। তবে বিধায়কের পোস্ট করা ছবি দেখে বোঝাই যাচ্ছে এখনও সুস্থ হননি বিধায়ক। গায়ে জড়ানো সাদা চাদর। যতটা চনমনে তাঁকে এমনী সময়ে দেখা যায়, চোখ মুখে সেই ভাবটা খানিকটা হলেও নেই।

বস্তুত, রঙিন পাঞ্জাবি,হাসিমুখ চোখে বিভিন্ন ধরনের চশমা পড়েই মদন মিত্রকে দেখতে অভ্যস্থ রাজ্যবাসী। কিন্তু ডিসেম্বরে আচমকা অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয় তাঁকে। শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। উডবার্ন ব্লকে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। সেখানেই খিঁচুনির জেরে পড়ে গিয়ে বাঁ কাঁধের হাড় ভেঙে গিয়েছিল মদন মিত্রের।