Madhyamik Result 2025: বলে বলে গোল খাবে বেসরকারি স্কুল, জেনে রাখুন আপনার জেলার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেরা স্কুলগুলির নাম
Madhyamik: অনেকেই সরকারি স্কুলের উপর থেকে ভরসা হারাচ্ছেন। রাজ্য সরকারি বোর্ড থেকেও উঠছে ভরসা। এরই মধ্যে কোন কোন স্কুল সাফল্যের মুখ দেখল।

কলকাতা: শিক্ষাবিদরাও বলছেন, সরকারি স্কুল, সরকারি অনুমোদনপ্রাপ্ত স্কুলের দিক থেকে মুখ ফেরাচ্ছে রাজ্যের অভিভাবকরা। রাজ্য সরকারি বোর্ড ছেড়ে অনেকেই আইসিএসসি, সিবিএসসি বোর্ডের দিকে বাড়ছে ঝোঁক। রাজ্যের সরকারি স্কুলগুলির মধ্যে যেগুলির দীর্ঘদিনের সুনাম রয়েছে, এবার মাধ্যমিকের মেধাতালিকায় তেমন অনেক স্কুলের নাম খুঁজে পাওয়া যায়নি। আবার বেশ কিছু উল্লেখযোগ্য ফলাফল করেছে। কোন জেলার, কোন স্কুল থেকে কৃতীদের তালিকায় নাম তুলল পড়ুয়ারা। দেখুন-
বাঁকুড়া
পুরো জেলায় পাশের হার তুলনায় কম হলেও মেধাতালিকায় দ্বিতীয়, তৃতীয়, সপ্তম- একাধিক স্থানে নাম রয়েছে বাঁকুড়া জেলার।
এই জেলার বিষ্ণুপুর হাইস্কুল থেকে দ্বিতীয় হয়েছে সৌম্য পাল। কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয় থেকে তৃতীয় স্থানে আছে ঈশানী চক্রবর্তী। এই জেলার বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল থেকে মোট ৫ জনের নাম আছে মেধাতালিকায়। বাঁকুড়ার বাঁকুড়া মিশন গার্লস স্কুল থেকেও দুজন রয়েছে মেধাতালিকায়। রয়েছে জেলার গোরাসোল মুরলীধর হাইস্কুল, কংসাবতী শিশু বিদ্যালয়ের নামও আছে।
দক্ষিণ ২৪ পরগনা
দক্ষিণ ২৪ পরগনার স্কুলগুলির মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সুনাম রয়েছে। এই স্কুলে পরীক্ষার্থীদের নাম বরাবরই থাকে মেধাতালিকায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। পঞ্চম ও অষ্টম স্থানে রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়ার নাম। এছাড়াও এই জেলার সারদা বিদ্যাপীঠ হাইস্কুল, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির, মজিলপুর জে এম ট্রেনিং স্কুলের নামও রয়েছে তালিকায়।
পূর্ব মেদিনীপুর
রাজ্যের মধ্যে যে সব জেলায় পাশের হার বেশি, তার মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুর। মেধাতালিকায় এই জেলার একাধিক স্কুল রয়েছে।
তালিকায় রয়েছে বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন, কন্টাই মডেল ইন্সটিটিউশন, তমলুক হ্যামিলটন হাইস্কুল, ধ্যানশ্রী কে সি হাইস্কুল, পরমানন্দপুর জগন্নাথ ইন্সটিটিউশন, মহিষাদল রাজ হাইস্কুলের নাম।
হুগলি
মাধ্যমিকের কৃতী তালিকায় হুগলি জেলার ৬ জনের নাম রয়েছে। এই জেলার কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের দুজনের নাম আছে মেধাতালিকায়। এছাড়াও গৌরহাটি হরদাস ইন্সটিটিউশন, ইটাচুনা শ্রী নারায়ণ ইন্সটিটিউশন, জঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়, চিলাডাঙি রবীন্দ্র বিদ্যাপীঠও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।
পূর্ব বর্ধমানের
কেতুগ্রামের নিরোল হাইস্কুলের ছাত্র এবার মাধ্যমিকে চতুর্থ হয়েছে। মেধাতালিকায় এই জেলার আরও একাধিক স্কুলের পড়ুয়ার নাম আছে। নাম রয়েছে অমরাগড় হাইস্কুল, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস স্কুল, কাঁকুড়িয়া দেশবন্ধু হাইস্কুল, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল, কাশেমনগর বিএনটিপি হাইস্কুলের।
বীরভূম
বীরভূমের ৫টি স্কুল সাফল্যের তালিকায় জায়গা পেয়েছে। রামপুরহাট জিতেন্দ্র বিদ্যাভবনের দুই ২ পড়ুয়া রয়েছে মেধাতালিকায়। এছাড়াও রয়েছে নব নালন্দা শান্তিনিকেতন, দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস, কোটাসুর হাইস্কুল, গিরিজোর সান্থাল হাইস্কুল।
মালদহ
মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র দ্বিতীয় হয়েছে। এই স্কুলেরই আরও দুই ছাত্র রয়েছে মেধাতালিকায়। নাম রয়েছে জয়েনপুর হাইস্কুল, টার্গেট পয়েন্ট স্কুল, মোজামপুর গার্লস হাইস্কুল, সুজাপুর হাইস্কুলের নাম।
উত্তর দিনাজপুর
উত্তর দিনাজপুরের করোনেশন হাইস্কুলের দুই ছাত্র রয়েছে মেধাতালিকায়। প্রথম ও দশম হয়েছে এই স্কুলের ছাত্র। এছাড়াও এই স্কুলের সারদা বিদ্যামন্দির ও কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাইস্কুলের ছাত্র
