AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Magician P C Sorkar: ‘অভিমানে’ ম্যাজিক ছাড়লেন পি সি সরকার! কাকে দায়ী করলেন জাদুকর?

Magician P C Sorkar: তাঁর কথায়, "ইচ্ছা করে গিয়ে ঘুষি মারি নেতাদের। শিক্ষায় দুর্নীতি করে আসলে সমাজটাকে শেষ করা হচ্ছে।দেশ নষ্ট করার এটা সুপ্ত অপচেষ্টা চলছে।" পি সি সরকার বললেন, "তাই আর ফুল ফুটবে না, বসন্ত আসবে না স্টেজে।"

Magician P C Sorkar:  'অভিমানে’ ম্যাজিক ছাড়লেন পি সি সরকার! কাকে দায়ী করলেন জাদুকর?
ম্যাজিক ছাড়লেন পি সি সরকারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 4:12 PM
Share

কলকাতা: ম্যাজিক ছেড়ে দিলেন জুনিয়র পি সি সরকার। কার্যত অভিমানেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানান তিনি। TV9 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনই সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিশ্বখ্যাত ম্যাজিশিয়ান জুনিয়র পি সি সরকার। কেন ছেড়ে দিলেন ম্যাজিক? তাঁর সাফ উত্তর, “কে দেখবে ম্যাজিক? সমাজ বদলে গিয়েছে।” শুধুই কি এই কারণেই ছেড়ে দিতে চান তিনি? তা কিন্তু নয়। তাঁর ম্যাজিক ছাড়ার পিছনে বৃহত্তর স্বার্থ দেখছেন পি সি সরকার।

জুনিয়র পি সি সরকার এ দিন বললেন, “কেউ যদি স্বপ্নটাকেই লাথি মেরে দেয়, ম্যাজিক করব কীভাবে। আমার স্বপ্নটাই ভেঙে গিয়েছে। আমাদের দেশে রূপকথা উঠে গেছে। ব্যাঙ্গমা বেঙ্গমি জন্মাবে না। সিন্ড্রেলা হবে না। আমাদের দেশ দুর্নীতি পরায়ণ হয়ে গিয়েছে।” তাঁর বিস্ফোরক মন্তব্য, “যে মনে নীচু, তার হাতে যদি ক্ষমতা হয়ে যায়, তাহলে দেশ চলবে কীভাবে? বাঙালিকে বলি, বেশ হয়েছে, ভুল নির্বাচন করেছিলিস। বেশ হয়েছে। পরবর্তী জেনারেশন জুতো মেরে দেশকে ঠিক করবে।”

দেশ-রাজ্যের রাজনীতি অধোগতির দিকে এগোচ্ছে বলে আক্ষেপ পি সি সরকারের। সরাসরি নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে না আনলেও দুই সরকারের সমালোচনায় মুখর হতে দেখা যায় তাঁকে। ২০১৪ সালে বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে লড়েছিলেন পি সি সরকার। ভোটে না জিতলেও রাজনীতিতে আসা নিয়ে তাঁর আক্ষেপ কম নেই। তিনি জানান, রাজনীতিতে এসে ‘বলির পাঁঠা’ হয়েছেন। জিতলে পরের দিনই ছেড়ে দিতেন। 

বাংলার দুর্নীতি নিয়েও সোচ্চার হতে দেখা যায় পি সি সরকারকে। তিনি জানান, বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি দেখলে তাঁর বমি পায়। তাঁর কথায়, “ইচ্ছা করে গিয়ে ঘুষি মারি নেতাদের। শিক্ষায় দুর্নীতি করে আসলে সমাজটাকে শেষ করা হচ্ছে। দেশ নষ্ট করার এটা সুপ্ত অপচেষ্টা চলছে।” আর এই সব কারণেই ম্যাজিক ছেড়ে দিতে চান বলে জানান পি সি সরকার।  তাই বলেন, “বসন্ত আসবে না এই স্টেজে।”