বড়দিনের উপহার হতে পারে মাঝেরহাট ব্রিজ!
নতুন নির্মীয়মাণ ব্রিজের দৈর্ঘ্য ৬৩৬ মিটার, চওড়া ১৮ মিটার। নতুন ব্রিজে থাকবে চারটি লেন অর্থাৎ পরিবহনের মাত্রা দ্বিগুণ বৃদ্ধি পাবে। পথচারীদের কথা মাথায় রেখে একদিকে রাখা হয়েছে ফুটপাথও।
TV9 বাংলা ডিজিটাল: অবশেষে প্রতীক্ষার অবসান। প্রতিশ্রুতি মতোই বছর শেষের আগেই জনগণের জন্য ফের খুলতে চলেছে মাঝেরহাট ব্রিজ (Majherhat bridge)। কাজ প্রায় শেষের পথে, ২৫ তারিখ ব্রিজের চূড়ান্ত পরিদর্শন করবেন রেল (Rail) ও পূর্ত দপ্তরের (PWD) আধিকারিকরা, সেদিনই সমস্ত দিক খতিয়ে দেখে ব্রিজ খুলে দেওয়ার দিন ঠিক হবে।
২০১৮ সালের ৪ সেপ্টেম্বর ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ। বেহালা-সহ দক্ষিণ কলকাতার একাংশ বাকি শহরের থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুত পুনর্গঠন করে ফের সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে এই ব্রিজ। সেই প্রতিশ্রুতি মতোই জোরকদমে কাজ শুরু হয়। পূর্ত দপ্তরের অধীনে এই ব্রিজ নির্মাণের দায়িত্ব পেয়েছে এস পি সিংলা কনস্ট্রাকশন (S P Singla Construction)। জুলাই মাসের শেষভাগেই ব্রিজ তৈরির ৮০ ভাগ কাজ হয়ে গিয়েছিল। বর্তমানে শেষ পর্যায়ের কাজও প্রায় শেষের পথে।
চূড়ান্ত পরিদর্শনের পরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে পূর্ত দপ্তরের তরফ থেকে। এই বিষয়ে এক আধিকারিক জানান,”ব্রিজ নির্মাণের কাজ প্রায় শেষ বললেই চলে। প্রযুক্তিগত ও নির্মাণের পাশাপাশি সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখার পরই একশো ভাগ নিশ্চিত হয়ে তবেই ব্রিজ চালু করার ছাড়পত্র দেওয়া হবে। তবে আশা করা যায়,বড়দিনে (Christmas) আলো ঝলমলে কলকাতা উপহার পেতে চলেছে নতুন মাঝেরহাট ব্রিজ।”
আরও পড়ুন: সংবিধানে দাওয়াই আছে, মমতা প্রশাসনকে ফের রাষ্ট্রপতি শাসন জারির হুঁশিয়ারি বাবুলের
নতুন নির্মীয়মাণ ব্রিজের দৈর্ঘ্য ৬৩৬ মিটার, চওড়া ১৮ মিটার। নতুন ব্রিজে থাকবে চারটি লেন অর্থাৎ পরিবহনের মাত্রা দ্বিগুণ বৃদ্ধি পাবে। পথচারীদের কথা মাথায় রেখে একদিকে রাখা হয়েছে ফুটপাথও।