Mamata Banerjee-Abhishek Banerjee: বিজয়ার শুভেচ্ছা জানাতে মমতা-অভিষেকের কাছে নবীন-প্রবীণের ভিড়
TMC: জেলা থেকে একের পর নেতা ভিড় জমালেন মুখ্যমন্ত্রীর বাড়িতে । একই দৃশ্য কালীঘাটে অভিষেকের সাংসদের অফিসে। মুখ্যমন্ত্রীর বাড়িতে বিজয়ার শুভেচ্ছা জানাতে আসেন দলের পুরনো দিনের বহু সৈনিক । এদিন বাবুল সুপ্রিয়র প্রশংসায় পঞ্চমুখ হন মমতা। পরিবার নিয়ে কার্নিভালে আসার আমন্ত্রণ জানান ।

কলকাতা: বিজয়ার শুভেচ্ছা জানাতে তৃণমূল নেতাদের ভিড় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। জেলা থেকে একের পর নেতা ভিড় জমালেন মুখ্যমন্ত্রীর বাড়িতে । একই দৃশ্য কালীঘাটে অভিষেকের সাংসদের অফিসে। মুখ্যমন্ত্রীর বাড়িতে বিজয়ার শুভেচ্ছা জানাতে আসেন দলের পুরনো দিনের বহু সৈনিক । এদিন বাবুল সুপ্রিয়র প্রশংসায় পঞ্চমুখ হন মমতা। পরিবার নিয়ে কার্নিভালে আসার আমন্ত্রণ জানান ।
এদিন ডিভিসি-র জল ছাড়া নিয়ে জেলা নেতাদের সামনে ক্ষোভপ্রকাশ করেন মমতা । জল ছাড়ায় সম্ভাব্য জেলা গুলোর নেতাদের সতর্ক করেন মমতা। উল্লেখ্য, DVC-র জল ছাড়া নিয়ে ইতিমধ্যেই নিজের সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, শেষ পাওয়া আপডেট অনুযায়ী, পাঞ্চেৎ ও মাইথন থেকে ডিভিসি ১ লক্ষ ৫০ হাজার কিউসেক জল ছেড়েছে। উৎসবের মরশুমে বাংলাকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা।
তিনি লিখেছেন, ” এটা নিতান্তই পরিকল্পিত ষড়যন্ত্র, যাতে লক্ষ লক্ষ মানুষের উপর দুর্যোগ নেমে আসে, যখন তাঁরা এখনও পুজোর আনন্দে ব্যস্ত। এটা লজ্জাজনক, অসহনীয়, অগ্রহণযোগ্য! আমরা প্রতিবাদ জানাই!” কেবল মমতা নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তিনি বলেছেন, “পরিকল্পনা করে চক্রান্ত করে বাংলাকে বানভাসী করবার চেষ্টা এই উৎসবের সময়। প্রত্যেক বছর এরা জল ছেড়ে দিয়ে বাংলাকে বিপদে খেলার চেষ্টা করে বানভাসি করার চেষ্টা করে। কিন্তু বাংলার মানুষ বা বাংলাকে বানভাসি করা যাবে না।” এদিন এই বিষয়টি নিয়ে বিশেষ কয়েকটি জেলা, এলাকা নিয়ে নেতাদেরও প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন তাঁরা।
পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন নবীন প্রবীণ দ্বন্দ্বের উত্থান যাতে নতুন করে না হয়, তারও বার্তা দেন। এদিন তাঁর অফিসে ভিড় জমে নতুন প্রজন্মের। ফুল মিষ্টি নিয়ে তারা আসেন বিজয়া জানাতে। প্রবীণ মন্ত্রীদের মধ্যে অনেকেই শুভেচ্ছা জানাতে আসেন অভিষেককে। আসেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। দু’এক জন কর্মীকে কড়া ভাষায় সতর্ক করতে শোনা যায় অভিষেককে।
