Mamata Banerjee: সেনাবাহিনীকে সম্মান জানাতে কর্মসূচি তৃণমূলেরও, কী কী হবে জানালেন মমতা

Mamata Banerjee: আগামী ১৬ মে শুক্রবার থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতায় হবে ‘তিরঙ্গা যাত্রা’।

Mamata Banerjee: সেনাবাহিনীকে সম্মান জানাতে কর্মসূচি তৃণমূলেরও, কী কী হবে জানালেন মমতা
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 14, 2025 | 8:00 PM

কলকাতা: পাকিস্তানে প্রত্যাঘাত করে বড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনা। স্থলসেনা ও বায়ুসেনার যৌথ অপারেশনে একের পর এক পাক ড্রোন ধ্বংস করা হয়েছে। ক্ষতি হয়েছে পাকিস্তানের একাধিক বায়ুসেনাঘাঁটিতেও। সেই সাফল্যের জন্য় বিশেষ কর্মসূচি শুরু করছে বিজেপি। হবে ‘তিরঙ্গা যাত্রা’। আর তারপরই কর্মসূচি ঘোষণা করল তৃণমূল।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ঘোষণা করেছেন, আগামী শনিবার ও রবিবার সেনাবাহিনীকে সম্মান জানাতে মিছিল হবে। রাজ্যের সব তৃণমূলকর্মীদের অংশ নিতে বলা হয়েছে। ওই দু’দিন দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে সেই কর্মসূচি। রাজনীতির উর্ধ্বে গিয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আগামী ১৬ মে শুক্রবার থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতায় হবে ‘তিরঙ্গা যাত্রা’। রাজ্য জুড়ে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে এই কর্মসূচি পালনের উপরেও গুরুত্ব দিচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব।

এদিকে, বিএসএফ জওয়ান পূর্নম সাউ ফিরে আসায় খুশি মমতা। তিনি বলেন, ‘ওর পরিবার খুশি, আমরা খুশি, দেশবাসীও খুশি।’