Mamata Banerjee: লক্ষ্মীর ভাণ্ডার পাবে আরও ১৩ লক্ষ, কন্যাশ্রী ১০ লক্ষ, ভোটের আগে দরাজ মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: লোকসভা নির্বাচনের আগে মমতার এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন ওই সভা থেকে তিনি বিপুল কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দিয়েছেন। বলেছেন, আইনি জট না থাকলে ৬০ থেকে ৭০ হাজার নতুন চাকরি হতে পারত শুধুমাত্র শিক্ষক পদে।

Mamata Banerjee: লক্ষ্মীর ভাণ্ডার পাবে আরও ১৩ লক্ষ, কন্যাশ্রী ১০ লক্ষ, ভোটের আগে দরাজ মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2024 | 4:28 PM

বর্ধমান: সাধারণ মানুষের আবেদন, অভিযোগ শোনার জন্য ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামে একটি পরিষেবা চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এছাড়া নির্দিষ্ট সময় অন্তর চলে ‘দুয়ারে সরকার’ও। আর পরিষেবা পাওয়ার জন্য সে সব জায়গায় আবেদন জমা পড়েছে অনেক। তাই ভোটের আগেই আরও বেশি মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বর্ধমানের গোদার মাঠে সভা ছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। সেখান থেকেই একগুচ্ছ প্রকল্পে প্রাপকের তালিকা উল্লেখ করলেন তিনি।

এদিন মমতা বলেন, “এত আবেদন আপনারা জানিয়েছেন, তাতে আমি নজর রেখেছি। তাই ৬টি প্রকল্পে প্রাপকের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে।” এরপরই মমতা ঘোষণা করেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে আরও বিপুল সংখ্যক মানুষকে নতুন করে যুক্ত করা হবে ৬টি সরকারি প্রকল্পে।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, নতুন করে ১৩ লক্ষ মহিলা পাবেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা। বার্ধক্য ভাতা পাবেন আরও ৯ লক্ষ মানুষ, বিধবা ভাতা পাবেন আরও ১ লক্ষ ৪ হাজার মহিলা, কন্যাশ্রী প্রকল্পে যুক্ত হচ্ছে আরও ১০ লক্ষ নাম, রূপশ্রীতে সুবিধা পাবেন আরও ৮৫ হাজার। ১ ফেব্রুয়ারি থেকে এই নতুন প্রাপকরা টাকা পাবেন বলে জানিয়েছেন মমতা।

লোকসভা নির্বাচনের আগে মমতার এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন ওই সভা থেকে তিনি বিপুল কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দিয়েছেন। মমতা জানিয়েছেন, আইনি জট না থাকলে ৬০ থেকে ৭০ হাজার যুবক-যুবতী শিক্ষকের চাকরি পেতেন।