AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: কেন আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল, এটা বাংলার অসম্মান: মমতা

Mamata Banerjee on BJP: আলিপুরদুয়ারে সভায় যোগ দিয়ে তৃণমূল তথা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই বিজেপিকে পাল্টা আক্রমণ মমতার।

Mamata Banerjee: কেন আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল, এটা বাংলার অসম্মান: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit: Facebook
| Edited By: | Updated on: May 29, 2025 | 4:14 PM
Share

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শেষে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নবান্নে সাংবাদিক বৈঠকে বসে বললেন, “বাংলার শাসন কোনওদিন বিজেপির হাতে যাবে না।” পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ‘অপারেশন পশ্চিমবঙ্গ’ বলে যে মন্তব্য করেছেন, তারও কড়া জবাব দেন মমতা।

মুখ্যমন্ত্রী কী কী বললেন একনজরে

  1. “বিরোধীরা যখন দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে, দেশের স্বার্থে কাজ করছে, তখন প্রধানমন্ত্রীর মুখে এই ধরণের কথা (বিরোধীদের আক্রমণ) খুবই দুঃখজনক। এটা কি এইসব কথা বলার সময়!”
  2. সুকান্তকে জবাব দিয়ে মমতা বলেন, “বেঙ্গল অপারেশনের কথা বলছেন মন্ত্রী। আমি চ্যালেঞ্জ করছি, কালই নির্বাচন করুন। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।”
  3. “মনে রাখবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায় বিদেশে গিয়ে প্রতিদিন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলছে। আর আপনি প্রধানমন্ত্রী হয়ে বিরোধীদের আক্রমণ করছেন! রাজনীতির রঙ লাগাচ্ছেন?”
  4. মুর্শিদাবাদ-মালদহে ঘটনার পিছনে বিজেপি। তথ্য প্রমাণ দিয়ে দেব। এত বছরে কী দিয়েছেন।”
  5. ১০০ দিনের কাজে আপনারা কাজ করিয়ে নিয়েছেন। টাকা দেননি। আমরা সব দিলাম। আবাস যোজনার বাড়ির টাকা পর্যন্ত দেননি। কেন চার বছর ধরে বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছেন? গরীব মানুষের কী দোষ?”
  6. আয়ুষ্মান স্কিমে আমাদের ৪০ শতাংশ টাকা দিতে হত। আমি কেন আপনাকে দেব? আমাদের নিজেদের হেল্থ স্কিম।”
  7. ২০০৯-১০ সালে যখন রেলমন্ত্রী ছিলাম, তখন এই মেট্রো প্রজেক্টগুলো করে টাকা রেখে এসেছিলাম। আমি থাকলে এক বছরে প্রকল্পের কাজ শেষ করে দিতাম। আপনারা এত বছর সময় নিলেন।”
  8. “নীতি আয়োগ কমিটি? কেন আপনি নেতাজি সুভাষ বসুর যোজনা কমিশন তুলে দিলেন? আপনি নেতাজি, গান্ধী, আম্বেদকরের নাম ভুলে গেলেন? গতবার ৪ মিনিটের মাথায় আমার মাইক বন্ধ করে দেওয়া হল কেন? এটা বাংলার অসম্মান নয়? আপনি যদি বলতেই দেবেন না তাহলে কেন যাব? আমাদের কথা বলতে না দিলে কেন যাব? আমরা কথা বলতে যেতে চাই। সম্মান না দিলে কোনও সহযোগিতা করব না।”
  9. “আপনি চা বাগান খুলবেন বলেছিলেন। ১০ বছরে একটাও চা বাগান খোলেনি। গত পাঁচ বছরে কটা চা বাগান খুলেছেন?”
  10. “আমরা ১২০০ একর জমি দিয়েছি ফেন্সিং করার জন্য এটা আপনাদের করার কথা। মোদীজী বুদ্ধিটা আমার। এখানে সোলার প্যানেল করে দেব। তাতে লোকজনের বিদ্যুতের সমস‍্যা মিটবে। ফেন্সিংয়ের কাজ ও হবে।”