Mamata Banerjee: আমন্ত্রণ পেয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে একমঞ্চে থাকবেন না মুখ্যমন্ত্রী: সূত্র
Mamata Banerjee: প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিত না থাকার খবরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিশেষজ্ঞদের কথায়, SIR আবহে এই বিষয়টি যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

কলকাতা: ২২ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনটাই সূত্র মারফত খবর। ওই দিন দমদমে মেট্রো প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিত না থাকার খবরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিশেষজ্ঞদের কথায়, SIR আবহে এই বিষয়টি যথেষ্টই তাৎপর্যপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন, ভিন রাজ্যে কাজে গিয়ে যেভাবে বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষায় কথা বলার জন্য হেনস্থার শিকার হচ্ছেন। যেভাবে তাঁদের পুশব্যাক করার চেষ্টা চলছে, সে সবেরই প্রতিবাদে মুখ্যমন্ত্রী ওই মঞ্চে না থাকতে পারেন।
এই ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই সর্বভারতীয় স্তরে রাজনৈতিক লড়াই শুরু করেছে তৃণমূল। সংসদেও ঝড় তুলেছে। এই সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ ভাগ করছেন না মুখ্যমন্ত্রী।
ঘনিষ্ঠ মহল সূত্রে আরও একটি বিষয় সামনে আসছে। এর আগে সরকারি একটি অনুষ্ঠানে নজরুল মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। কিন্তু সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের আচরণ মুখ্যমন্ত্রীর প্রতি সন্তোষজনক ছিল না। মঞ্চেই তিনি তাঁর ক্ষোভ প্রকাশ করেছিলেন। সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলা ও বাঙালি অস্মিতা রক্ষার যে লড়াই চালাচ্ছেন মুখ্যমন্ত্রী, তাতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ ভাগ করবেন না বলেই সূত্র মারফত খবর।

