কলকাতা: ‘আমার জন্য একবার গ্রেফতারও হতে হয়েছিল সুব্রতদাকে…’ প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় আজ পুরনো সেই দিনের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। বঙ্গ রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ সুব্রত মুখোপাধ্যায়। দীর্ঘদিনের পোড় খাওয়া এই প্রয়াত রাজনীতিক যেমন রাজ্যের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন, তেমনই কলকাতার মহানাগরিক হিসেবেই দায়িত্ব পালন করেছেন। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক জীবনে সুব্রত মুখোপাধ্যায়ের ভূমিকার কথা বার বার তুলে ধরেন। আজ সেই প্রয়াত নেতার স্মৃতিতে এক মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা। সেখানেই সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় একথা বললেন তিনি।
অতীতের স্মৃতিকথা তুলে মমতা শোনালেন, যে কোনও কর্মসূচি থাকলে সুব্রত মুখোপাধ্যায় তাঁকে নিয়ে যেতেন। তখনই বললেন, ‘আমার জন্য একবার গ্রেফতারও হতে হয়েছিল সুব্রতদাকে।’ মমতা শোনালেন, সেটা বাম জমানার কথা। তখন হকার উচ্ছেদ চলছিল। সিপিএম আমলে অপারেশন সানশাইন করা হয়েছিল। সেই সময় একদিন সুব্রত মুখোপাধ্যায় বনধ ডেকেছিলেন। কিন্তু তারপরও তিনি ঘরে বসে ছিলেন। তখন মমতা তিন-চারজনকে নিয়ে সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। প্রশ্ন করেছিলেন, বনধ ডেকে কেন ঘরে বসে আছেন? মিছিল করার জন্য বলেছিলেন সুব্রত মুখোপাধ্যায়কে। তখন সুব্রত মুখোপাধ্যায় বলেছিলেন, চার-পাঁচ জন মিলে কীভাবে মিছিল করব? কিন্তু মমতাও হাল ছাড়েননি। সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে বেরিয়ে পড়েছিলেন। এরপর নিমেষের মধ্যেই চার-পাঁচ জনের মিছিল থেকে চারশো-পাঁচশো জনের মিছিলের রূপ নিয়েছিল সেটা।
মুখ্যমন্ত্রী শোনালেন, এরপর সেদিন মিছিল শেষে সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল পুলিশ। তখনই সুব্রতবাবু মমতাকে বলেছিলেন, ‘তোর জন্য আমি গ্রেফতার হলাম।’ মমতা তখন বলেছিলেন, তিনি আবার কী করলেন? সে কথা শুনে সুব্রতবাবু জবাব দিয়েছিলেন, ‘যদি মিছিলটা না করতাম, তাহলে আমি গ্রেফতার হতাম না।’