‘স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে মিথ্যা মানায় না’, অমিত শাহকে পড়াশোনা করার উপদেশ মমতার

কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব আইন চালু না করা নিয়ে তাঁর দাবি, বিজেপি একটা 'চিটিংবাজ পার্টি'। একই সঙ্গে অমিত শাহের (Amit Shah) গতকালের একাধিক পরিসংখ্যানকে 'মিথ্যা' বলেও দাবি করলেন তিনি। 

'স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে মিথ্যা মানায় না', অমিত শাহকে পড়াশোনা করার উপদেশ মমতার
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Dec 21, 2020 | 5:18 PM

কলকাতা: ‘রক্ত দিয়ে লড়াই করব, কিন্তু জাতীয় সংগীতের অবমাননা করতে দেব না।’ সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে বসে এভাবেই বিজেপির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি, কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব আইন চালু না করা নিয়ে তাঁর দাবি, বিজেপি একটা ‘চিটিংবাজ পার্টি’। একই সঙ্গে অমিত শাহের (Amit Shah) গতকালের একাধিক পরিসংখ্যানকে ‘মিথ্যা’ বলেও দাবি করলেন তিনি।

সোমবার সাংবাদিক বৈঠক করে দুয়ারে দুয়ারে সরকার সরকারি প্রকল্পের সময়সীমা ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানান মমতা। এরপরই অমিত শাহের গতকালের দাবিগুলিকে কার্যত নস্যাৎ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আগামিকাল বেছে বেছে স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রমণের জবাব দেবেন। এটা জানিয়ে রেখেই এদিন সামান্য কটাক্ষের পথে হাঁটেন মমতা। বলেন, ‘রবীন্দ্রনাথ, নজরুল, নেতাজিকে গোটা বিশ্ব সেলাম করে। কারণ তাঁদের মধ্যে একটা আন্তর্জাতিক চেতনা আছে। সেই আন্তর্জাতিক চেতনা বিশ্বে বাংলার ভোরের স্বপ্ন দেখায়। চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেতা শির, এই কথাগুলো রবীন্দ্রনাথ লিখতে পারেন। আগে ওদের এগুলো নিয়ে পড়শোনা করতে বলুন। রবীন্দ্রনাথকে নিয়ে কোনও অবমাননা মানব না, এটা দেশমাতৃকাকে সমর্পণ করে। আর জনগণমন নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদের বলে দেই, রক্ত দেওয়ার জন্য তৈরি থাকব। কিন্তু, জাতীয় সংগীতকে অপমান করতে আমরা দেব না।’

একুশের ভোটের আগে তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ের প্রধান হাতিয়ার যে বাঙালি আবেগ হতে চলেছে, তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। কে বেশি দাম বাঙালি আবেগকে দেয়, সেটা প্রমাণ করার দৌড়ে যেমন বিজেপি নাম লিখিয়েছে। তেমনই তৃণমূলও পাল্টা একের পর এক রণনীতি বানাচ্ছে। আজ ‘রক্ত দেওয়ার’ হুঁশিয়ারির মাধ্যমে সেই আবেগকেই আরও উস্কে দিতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বিজেপির মুখ কে? তৃণমূলে ঢুকেই বিস্ফোরক তথ্য ফাঁস সৌমিত্র-পত্নীর

অমিত শাহ গতকালকের ব়্যালি থেকেও বলেছেন, বিজেপিকে একবার সুযোগ দেওয়া হলে তাঁরা সোনার বাংলা গড়ে দেখাবেন। মুখ্যমন্ত্রীর সামনে সেই প্রসঙ্গ উত্থাপনের করতেই পাল্টা প্রশ্ন ছুড়ে বসেন তিনি। জানতে চান, ‘অমিত শাহ জানেন তো সোনা কাকে বলে, রুপা কাকে বলে। আর আর্মস কাকে বলে, দাঙ্গা কাকে বলে, এগুলো জানেন তো!’ স্বরাষ্ট্রমন্ত্রী উদ্দেশে তাঁর আবেদন, ‘কিছু বলার আগে আপনার ক্রস চেক করা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই মিথ্যা আপনার মানায় না।’

অন্যদিকে সিএএ কার্যকর করার বিষয়ে অমিত শাহ গতকাল বলেছেন, করোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু হলে ও সংক্রমণ কমলে সেই বিষয়ে পদক্ষেপ করা হবে। যা নিয়ে খোঁচার সুরে মমতা বলেন, ‘বিজেপি ইজ এ চিটিংবাজ পার্টি। বিজেপি নিজেদের নিয়ে ভাবুক, নাগরিকদের নিয়ে নয়।’

আরও পড়ুন: ‘সুজাতা, আমি কি খুব পাপী? আমি কি খুব খারাপ? আমি কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়াইনি’