Mamata on SIR: এসআইআর-এর ফর্ম কি ফিল আপ করবেন মমতা?

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 06, 2025 | 11:57 PM

Mamata on SIR: প্রায় ২ কোটি মানুষের বাড়িতে পৌঁছে গিয়েছে এসআইআর-এর এনুমারেশন ফর্ম। অভিযোগ উঠেছে, অনেক জায়গায় বাংলাদেশিরা বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন এসআইআর আতঙ্কে। এদিকে তৃণমূল বলছে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে এসআইআর করা হয়েছে।

নিয়মমাফিক এসআইআর-এর ফর্ম বিলি করতে কালীঘাটেও পৌঁছে যান বিএলও। ফর্ম পৌঁছে যায় মুখ্যমন্ত্রীর বাড়িতেও। সূত্রের খবর, ফর্ম গৃহীত হয়েছে সেখানে। এই এসআইআর-এর বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পথে নেমে প্রতিবাদও জানিয়েছেন। এখন প্রশ্ন হল, ওই ফর্ম কি তিনি আদৌ ফিল আপ করবেন?

বৃহস্পতিবার সেই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন নিজেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা জানিয়েছেন, তিনি আদৌ ওই ফর্ম ফিল আপ করবেন কি না। মমতা আরও জানিয়েছেন, তিনি নিজে হাতে ফর্মটি গ্রহণ করেননি।