CM Mamata Banerjee: ‘কঠোর আইন চাই’, অমিত শাহকে চিঠি মমতার

CM Mamata Banerjee: মমতার দাবি, দ্রুত এই সমস্ত উস্কানিমূলক, বিপজ্জনক কন্টেন্টগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। জালিয়াতদের ধরতে কড়া আইন আনতে হবে। নাহলে সমাজের বড় ক্ষতি হয়ে যাবে। বড় মূল্য দিতে হবে আম আদমিকে।

CM Mamata Banerjee: ‘কঠোর আইন চাই’, অমিত শাহকে চিঠি মমতার
অমিত শাহকে চিঠি মমতারImage Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Jul 03, 2025 | 8:21 PM

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক বক্তব্য দ্রুত ছড়াচ্ছে। তা নিয়েই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট, বেড়ে চলা সাইবার ক্রাইম নিয়েও চিন্তিত তিনি। কঠোর আইন এবং নীতি প্রণয়নের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। মমতার দাবি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক সময়ই এমন কন্টেন্ট ছড়ানো হচ্ছে যা আদপেই উস্কানিমূলক, বিভ্রান্তিকর। জাল ভিডিয়োর ঘনঘটাও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। অনেক ক্ষেত্রেই তার দ্বারা সমাজের কিছু অংশের মধ্যে অপরাধের প্রবণতা বাড়ছে। 

মমতার দাবি, এমন অনেক কন্টেন্ট তৈরি হচ্ছে, এমন অনেক বিষয় ছড়িয়ে দেওয়া হচ্ছে যা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বিপজ্জনক। ধর্মীয় ভাবাবেগেও আঘাত লাগাছে। একইসঙ্গে মানুষ যেভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কন্টেন্টের দ্বারা প্রভাবিত হয়ে, আবার অনেক সময় জালিয়াতদের খপ্পরে পড়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তা নিয়েও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছে লেখা চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

মমতার দাবি, দ্রুত এই সমস্ত উস্কানিমূলক, বিপজ্জনক কন্টেন্টগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। জালিয়াতদের ধরতে কড়া আইন আনতে হবে। নাহলে সমাজের বড় ক্ষতি হয়ে যাবে। বড় মূল্য দিতে হবে আম আদমিকে। একইসঙ্গে ভুল পথে চালিত করতে পারে এমন বিষয় রোধে, এমন কন্টেন্টের ভাইরাল হওয়া ঠেকাতে সচেতনামূলক প্রচরাভিযানেও জোর দেওয়ার কথা বলছেন মমতা।