AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata at Oxford: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে লন্ডন যাচ্ছেন মমতা

Oxford university: গত বছর কলকাতার এক শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা জানিয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অব ইকনমিকস থেকে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে।

Mamata at Oxford: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে লন্ডন যাচ্ছেন মমতা
| Edited By: | Updated on: Mar 05, 2025 | 5:31 PM
Share

কলকাতা: আমন্ত্রণের কথা গত বছরই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবার সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে লন্ডন সফরে যাচ্ছেন মমতা। আগামী ২১ মার্চ তিনি বিদেশ সফরে যাচ্ছেন বলে সূত্রের খবর। বিশ্বের অন্যতম প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন তিনি।

সূত্রের খবর, আগামী ২১ মার্চ কলকাতা থেকে বিমানে দুবাইয়ের উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে যাবেন লন্ডন। অক্সফোর্ডে ভাষণ দেওয়ার পাশাপাশি মমতা আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। সেখানে কয়েকজন শিল্পপতির সঙ্গেও কথা বলবেন তিনি। কী বিষয়ে তিনি ভাষণ দেবেন, তা জানা যায়নি।

এর আগে ২০২০ সালে অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে মমতার ভাষণ দেওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে অক্সফোর্ড কর্তৃপক্ষের তরফে ইমেইল করে জানিয়ে দেওয়া হয়েছিল যে আপাতত স্থগিত থাকছে ওই অনুষ্ঠান। শেষ মুহূর্তে অনুষ্ঠানটি পিছিয়ে দিতে হয়েছে বলে জানিয়েছিল অক্সফোর্ড ইউনিয়ন। আর সেই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৫ সালে লন্ডন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরসঙ্গী হয়েছিলেন রাজ্যের তৎকালীন কয়েকজন মন্ত্রীও। সেই সময় বাকিংহাম প্যালেসে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকলীন অর্থমন্ত্রী অমিত মিত্র, কলকাতার তৎকলীন মেয়র শোভন চট্টোপাধ্যায় ছাড়াও সঙ্গী ছিলেন সুগত বসু, ডেরেক ও’ব্রায়েন ও দেব।