Mamata-Suvendu: বেরতে যাচ্ছেন মমতা… হঠাৎ চোখাচোখি শুভেন্দুর সঙ্গে, বললেন ‘যাবি না?’

Pradipto Kanti Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 10, 2025 | 5:07 PM

Mamata-Suvendu: শুরু হচ্ছে বাজেট অধিবেশন। নির্ধারিত সময়ে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি পৌঁছনোর ঠিক আগেই এদিন দেখা হল মমতা ও শুভেন্দুর।

Mamata-Suvendu: বেরতে যাচ্ছেন মমতা... হঠাৎ চোখাচোখি শুভেন্দুর সঙ্গে, বললেন যাবি না?

Follow Us

কলকাতা: একসময় তাঁরই দলের সৈনিক ছিলেন শুভেন্দু অধিকারী। আজ তিনি বিরোধী দলনেতা। খোদ মমতা বন্দ্য়োপাধ্যায়কে হারিয়েই বিধায়ক হন তিনি। বিধানসভায় দু’জন দুই পক্ষ। একে অপরকে আক্রমণ-পাল্টা আক্রমণ করতেও দেখা যায় প্রায়শই। আজ, সোমবার বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে মুখোমুখি হলেন সেই দুই নেতা-নেত্রী।

সোমবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভাষণের মাধ্য়মে বাজেট অধিবেশনের সূচনা হয়। নির্ধারিত সময়েই বিধানসভায় পৌঁছে যান রাজ্যপাল। তাঁকে স্বাগত জানাতে বিধানসভা কক্ষ থেকে বেরচ্ছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেই সময় কক্ষে প্রবেশ করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে।

মুখোমুখি হয়ে মমতা প্রশ্ন করেন, শুভেন্দু রাজ্যপালকে স্বাগত জানাতে যাবেন কি না। মমতা বলেন, ‘যাবি না?’ উত্তরে শুভেন্দু জানিয়ে দেন, তিনি যাবেন না। মমতার পাশে তখন ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায়। শুভেন্দু অধিকারী তখন তাঁর দিকে তাকিয়ে বলেন, “এটা তো ওঁর কাজ। প্রোটোকল তাই বলে।”

এর আগেও অবশ্য মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা। মমতার ঘরে গিয়েও কথা বলেছিলেন শুভেন্দু। সোমবার অধিবেশন শেষ হওয়ার পর মমতার সঙ্গে এই কথোপকথন নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “এটা স্বাভাবিক সৌজন্য। উনি কথা বললেন, তাই আমিও কথা বললাম। উনি জিজ্ঞেস করেছিলেন, যাব কি না। আমি জানিয়েছি, ওটা স্পিকারের কাজ।”

এদিকে, এদিন প্রথা মেনে রাজ্যপালের ভাষণেই শুরু হল বাজেট অধিবেশন। শুভেন্দু অধিকারী এদিন দাবি করেছেন, রাজ্য যে ভাষণ লিখে দিয়েছিল, তা পড়েননি রাজ্যপাল। শুভেন্দুর দাবি, ওই ভাষণে কেন্দ্রীয় সরকারের সমালোচনা ছিল। পরে রাজ্য নতুন করে ভাষণ লিখে দিয়েছে বলে দাবি শুভেন্দুর।

Next Article